অনীশ ইয়ান্ডেইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিকাল রিসার্চ( ICHR) ভারতের ইতিহাসকে ফের লেখার ব্যাপারে একটি প্রকল্প হাতে নিয়েছে। মধ্যযুগের ভারতের ইতিহাস সম্পর্কে সেখানে নাকি তথ্য় থাকবে। এনিয়ে গত ৩০ জানুয়ারি একটি প্রদর্শনী হয়েছিল। তারপরই নাকি এনিয়ে উদ্যোগ নেওয়া হয়। আর সেই নয়া ইতিহাসে নাকি মুসলিম শাসনকে একেবারে বাদ দিয়ে দেওয়া হবে। এমন সব কথা নিয়ে তুুমুল চর্চা চলছিল। তবে এবার সেই চর্চায় কার্যত জল ঢেলে দিল কেন্দ্র। কেন্দ্রের তরফে গোটা বিষয়টি অস্বীকার করা হয়েছে।সিপিএম এমপি কে সুব্রায়ান এনিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, না, স্য়ার ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টরিকাল রিসার্চ দিল্লির তরফে এই ধরনের কোনও ইতিহাস ফের লেখার কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না।এদিকে গত ৩০ জানুয়ারি আইসিএইচআর নিউ দিল্লির ললিত কলা আকাদেমিতে Glory of Medieval India: Manifestation of the unexplored Indian dynasties, 8th-18th Centuries' শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছিল। এদিকে সেই প্রদর্শনীতে একাধিক মুসলিম শাসন সংক্রান্ত বিষয়গুলিকে উল্লেখ করা হয়নি। সেখানে বাহমনি ও আদিল শাহি বংশের কথা উল্লেখ করা হয়নি।এরপরই এনিয়ে শোরগোল পড়ে যায়।গত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী সাধারণ মানুষের জন্য় খোলা ছিল। এমনকী দেশের একাধিক বড় শিক্ষাপ্রতিষ্ঠানেও এই ধরনের প্রদর্শনী করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।এদিকে এর আগেও গত বছরে ওই সংস্থার তরফে ভারতের ইতিহাসকে ফের লেখার ব্য়াপারে কথাবার্তা সামনে এসেছিল। এমনকী এক্ষেত্রে ভারতের মহান গৌরবকে ফিরে দেখার জন্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সহযোগিতা নেওয়ার ব্যাপারেও কথাবার্তা হয়েছিল। এদিকে গত বছরের জুলাই মাসে এই প্রকল্পের অনুমোদন করার সময় আইসিএইচআর চেয়ারম্যান রাঘবেন্দ্র তানওয়ার জানিয়েছিলেন, কোনও আদর্শের প্রতি আনুগত্য দেখিয়ে কোনও ইতিহাস লেখার অভিপ্রায় নেই।সেই সময় সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, আমরা চাই সকলের ইতিহাসকে সমানভাবে চিহ্নিত করা হোক। মুঘল ওখানে ছিল সেটা যেমন মেনে নেওয়া হচ্ছে তেমনই মারাঠা, অহমদের কথাও ইতিহাসের পাতায় সমান গুরুত্ব দিয়ে উল্লেখ করা হচ্ছে। আইসিএইচ আরের সদস্য প্রফেসর উমেশ অশোক কদম এমনটাই জানিয়েছিলেন। একটি মিডিয়া রিপোর্ট অনুসারে এমনটাই জানা গিয়েছিল। এর সঙ্গেই তিনি জানিয়েছিলেন, বাহমনি ও আদিল শাহির কথা উল্লেখ করা নেই কারণ তারা(মুসলিম শাসকরা) মধ্য়প্রাচ্য থেকে এসেছিল। ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাদের সরাসরি যোগ নেই।