শনিবার রিপাবলিকান ইহুদি কনভেনশনে যোগ দেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দেন ক্ষমতায় ফিরলে ওই মুসলিম প্রধান দেশ থেকে সেখানকার বাসিন্দাদের আসা বারণ, এই নির্দেশকে তিনি ফের আরোপ করবেন। সূত্রের খবর, ট্রাম্প তাঁর জমানায় রীতিমতো ফতোয়া জারি করেছিলেন যে মুসলিম দেশ থেকে আসার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ রয়েছে। রীতিমতো লাগাম টানা হয়েছিল মুসলিম প্রধান দেশ থেকে আমেরিকায় আসার ক্ষেত্রে। আর ট্রাম্প জানিয়ে দিলেন, ট্রাভেল ব্যানের কথাটা মনে আছে? প্রথম দিন থেকে আমি এই ট্রাভেল ব্যান ফের চালু করব। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে। সেই সঙ্গেই ট্রাম্প জানিয়েছেন, আমরা উগ্রপন্থী ইসলামী গ্রুপকে আমাদের দেশে থাকতে দেব না। বার্ষিক রিপাবলিকান ইহুদি সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। প্রসঙ্গত ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, ইরাক, সুদানের মতো মুসলিম প্রধান দেশ থেকে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে কার্যত লাগাম টানা হয়েছিল ট্রাম্প জমানায়। মূলত ২০১৭ সালে ট্রাম্প এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকে প্রথম সপ্তাহ থেকেই তিনি এই নির্দেশ প্রত্যাহার করে নেন। তবে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের সেই প্রসঙ্গ উল্লেখ করেন। ফের ক্ষমতায় এলে তিনি যে মুসলিম প্রধান দেশ থেকে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে লাগাম টানবেন সেটা কার্যত জানিয়ে দিলেন । মূলত সেই সময় ট্রাম্পের অনুগামীরা এনিয়ে তাঁকে সাধুবাদ জানিয়েছিলেন। আর ট্রাম্প একেবারে দ্বিগুণ উৎসাহে এই কাজ করা শুরু করে দিয়েছিলেন। তবে এনিয়ে বিতর্ক কিছু কম হয়নি। তারপরেও তিনি তাঁর রাস্তা থেকে সরতে চাননি। অনেকই বলতেন এভাবে বিশেষ কোনও ধর্মীয় সম্প্রদায়কে দাগিয়ে দেওয়াটা ঠিক নয়। তবে ফের সেই আগের প্রসঙ্গ উল্লেখ করলেন ট্রাম্প। মুসলিম প্রধান দেশ থেকে নাগরিকদের আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে সেই আগের ফতোয়াকে মনে করিয়ে দিলেন ট্রাম্প। কার্যত ইসলামোফোবিয়াকে হাওয়া দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তবে বাস্তবে এটা আর কোনও দিন প্রয়োগ হবে কি না আমেরিকায়, সেটাই এখন দেখার।