যুদ্ধাপরাধ ও মানবিকতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই অভিযোগ রয়েছে ইজরায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োাভ গ্যালান্ট, হামাস নেতা মহম্মদ দিয়াব ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে। ফলে নেতানিয়াহু, গ্যালান্ট, আল মাসরির বিরুদ্ধে আন্তর্জাতিক কো🔥র্টে গ্রেফতারি পরোয়ানা জারি 𝐆হয়েছে। এই তথ্য দিয়েছে আন্তর্জাতিক কোর্ট।
আন্তর্জাতিক কোর্টের প্রসিকিউটার করিম খান গত মে মাসের ২০ তারিখে, আর্জি জানান, গত ৭ অক্টোবর ইজরায়েলে হামাস হামলা ও গাজায় ইজরায়েলি সেনার হামলার জেরে যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানার। এই আর্জির জেরে আন্তর্জাতিক কোর্টের ৩ বিচারকের প্যানেল জানিয়েছে,'চেম্বার বিবেচনা করেছে যে উভয় ব্যক্তিই ইচ্ছাকৃতভাবে এবং জ্ঞাতসারে গাজার বেসামরিক জনগোষ্ঠীকে খাদ্য, জল, ওষুধ এবং চিকিৎসা সরবরাহের পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎসহ তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করেছে। এটি বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে।' যদিও ইজরায়েল গাজায় যুদ্ধাপরাধ মেনে নেয়নি। তারা আন্তর্জাতিক ক♉োর্টের বিচার ব্যবস্থাকেও উড়িয়ে দিয়েছে। এদিকে, হামাসের নেতা আল মাসরিকে নিয়ে উঠছে প্রশ্ন। তার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। তবে ইজরায়েলের দাবি, তাঁকে মেরে ফেলেছে আইডিএফ। তবে হামাস এই বিষয়ের সত্যতা স্বীকার করেনি। তবে ইজরায়েলের দাবি, হামাস নস্যাৎও করে দেয়নি। উল্লেখ্য, এই কোর্টের সদস্য রাষ্ট্র নয় ইজরায়েল।
( Methi Shak for Weight Loss: শী🤡তে ওজন কমানো নিয়ে চিন্তা? মেথি শাকের🦂 উপকারিতার লিস্ট দেখে নিন শুধু)
( Maharashtra Vote 2024 Exit Poll: সব একতরফা নয়! কিছু এক্সিট পোল 🃏বলছে মহারাষ্ট্রে হাড্ডাহাড্ডি লড়াই NDA-INDIA র মধ্যে)
( Maharashtra Assembly Election 2024 Latest: গ🌜ত ৩ দশকে এত ভোট পড়েনি মহারাষ্ট্রে, ক𝓀িসের ইঙ্গিত দিল জনতা?)
( Russia-Ukraine: প্রথমবার রাশিয়ার ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল আছড়ে পড়ল ইউক্রেনে! দাবি কিয়েভের, বাড়ছে 🐓উদ্বেগ)
ইজরায়েল হামাস যুদ্ধে, এযাবৎকাল বহু মানুষের মৃত্যু হয়েছে। ৪৪,০৫৬ জনের মৃত্যু হয়েছে এই যুদ্ধে। গত বছর ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় ইজরায়েলের হানার পর এই সংখ্যা দাঁড়িয়েছে মৃত্যুর। গাজার স্বাস্থ্য মন্ত্রকের মতে, গত ২৪ ঘন্টায় ৭১ জন মারা গেছে, যা গাজা উপত্যকাꦗয় ১০৪,২৬৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে। যুদ্ধ শুরু হয় যখন হামাস ৭ অক্টোবর,♏ ২০২৩-এ দক্ষিণ ইসরায়েলে আক্রমণ করে, প্রায় ১,২০০ লোককে হত্যা করে, যাদের বেশিরভাগই বেসামরিক ছিল এবং আরও ২৫০ জনকে অপহরণ করে।