ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বৃহস্পতিবার জি-৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের 'নমস্তে' (ভারতীয় পদ্ধতিতে করজোড় করে অভিবাদন) বলে আমন্ত্রণ জানান। মেলোনির এই আমন্ত্রণ জানানোর বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর এর ফলে ভারতীয় নেটিজেনরা মেলোনির প্রশংসা করতে শুরু করেছেন। এরই মধ্যে একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, মেলোনি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে ঐতিহ্যবাহী ভারতীয় উপায়ে আমন্ত্রণ জানাচ্ছেন। (আরও পড়ুন: 'মজায় ছিলাম…এটা ঠিক হল না', গ্রেস মার্কস বাতিল হতেই বললেন NE♏ET-এ ১০০% পাওয়া টপার)
আরও পড়ুন: মোদী যাওয়ার আগেই 'নাক কাটল𝔍' মেলোনির! বক্সিং রিংয়ে পরিণত ইতালিরꦚ সংসদ
আরও পড়ুন: কুয়েত অগ্নিকাণ্ডে মৃত ৪৫ জনের দেহ এল ๊ভারতে, ৫ লাখ করে ক্ষ𝔍তিপূরণ দেবে লুলু গ্রুপ
উল্লেখ্য, ১৩ থেকে ১৫ জুন দক্ষিণ ইতালির আপুলিয়া শহরে বোর্গো এগনাজিয়ায় (ফাসানো) জি-৭ সম্মেলনের ৫০তম সম্মেলন অনুষ্ঠিত হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে আলোচনায় প্রাধান্য পাচ্ছে এই শীর্ষ সম্মেলন। সম্মে💙লনের প্রথম দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জর্জিয়া মেলোনির সঙ্গে উপস্থিত ছিলেন।
জি-৭ সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে ইতালি পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জয়ের পরে এটাই মোদীর প্রথম বিদেশ সফর। ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনির আমন্ত্রণে সে দ𝔍েশে গিয়েছেন মোদী। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি আয়োজিত 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এনার্জি, আফ্রিকা-মেডিটেরানিয়া' শীর্ষক একটি শীর্ষ অধিবেশনে অংশ নেবেন মোদী। এই অধিবেশনে পোপ ফ্রান্সিসও যোগ দেবেন। এদিকে এই আউটরিচ অধিবেশন নিয়ে মোদী বলেন, ভারতের সভাপতিত্বের অধীনে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের সাফল্যকে জি-৭ অধিবেশন সমন্বয় তৈরি করার সুযোগ হিসাবে ব্যবহার করবেন তিনি। এই আবহে জি-৭ আউটরিচ অধিবেশনে গ্লোবাল সাউথের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন তিনি।