ভারতীয় খাবার সকলেরই পছন্দের। হলিউডের সেলিব্রিটি থেকে শুরু করে রাষ্ট্রনেতা, সকলেই ভারতীয় খাবারের ভক্ত। আর ভারতীয় স্ট্রিট ফুড হলে তো কথাই নেই। ভারতীয় স্ট্রিট ফুডের সেই অঢেল ভক্তের তালিকায় যুক্ত হল আরও এক বড় নাম। তিনি আর কেউ নন, ভারত ও ভুটানে জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি। আরও পড়ুন: বাবার সামনেই ছেলেকে খেয়ে নিল হাঙর! লোহিত সাগরের বীভৎস দৃশ্য ধরা পড়ল ক🐠্যামেরায়
পুনেতে বড়া পাও এবং মিসাল পাওয়ের মতো মহারাষ্ট্রীয় স্ট্রিট ফুড চেখে দেখলেন হিরো🌳শি সুজুকি। তাঁর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তিনি সম্প্রতি পুনেতে একটি ইভেন্টের জন্য এসেছিলেন। সেখানে তিনি রাস্তার খাবার খেতে বেরিয়ে যান।
কিন্তু ভারতীয় স্ট্রিট ফুড, খাবার বেশিরভাগ দেশের খাবারের তুলনায় বেশি মশলাদার ও ঝাল🎃 হয়। সেটি ভারতীয়দের সহ্য হয়ে গিয়েছে। সেটাই ভাল লাগে। কিন্তু অন্য দেশের মানুষদের তা সহ্য না-ও হতে পারে। সেই কারণেই আগে থেকেই পাও কম ঝাল দিয়ে করার অনুরোধ করেন জাপানের রাষ্ট্রদূত।
হিরোশি সুজুকি টু🐬ইটারে রাস্তার খাবার খাওয়ার একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই পোস্টে লেখা, 'আমি ভারতের স্ট্রিট ফুড পছন্দ করি। তবে থোদা তিখা কম প্লিজ!'(একটু কম ঝাল দয়া করে)।
হিরোশি সুজুকি তাঁর টুইটার ফলোয়ার্সদের পরামর্শ অনুসারেই পুনের বিখ্যা🦄ত মিসাল পাও খেয়ে দেখেন। তিনি মিসাল পাও খাওয়ার এবং কম ঝাল দিয়ে বানানোর অনুরোধ করার 🔯আরও একটি ভিডিয়ো পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, 'অনেক ফলোয়ারই আমাকে এই মিসাল পাও টেস্ট করার কথা বলেছিলেন।'
তাঁর এই ভিডিয়ো দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকে তাঁর পোস্টের নিচে কমেন্টও করেছেন। তাতে তাঁরা পুনেতে আরও বিভিন্ন জনপ্রিয় খাওয়ার জায়গার কথা উল্লেখ করেছেন। অনেকেই অন্য বিভিন⭕্ন মহারাষ্ট্রীয় খাবারেরও পরামর্শ দিয়েছেন।
'আপনি বেশ সাহসী, এতে সত্যিই প্রচুর লঙ্কা দেওয়া রয়েছে। আপনার এবার পেট ঠান্ডা করার জন্য একটি আমের লস্যি বা ম্যাঙ্গো আইস♏ক♔্রিম খাওয়া উচিত,' পরামর্শ দিয়েছেন এক ব্যবহারকারী।
'খুব সাহসী! আমি ভারতীয় হয়েও এটা খেতে পারি না, ঝাল লাগে। তবুও এত ভাল খেতে যে না খেয়ে থাকতে পারি না। একটু লেবু দিয়ে খেলে ঝাল কম লাগে,' লিখেছেন অপর এক ব্যবহারকারী। আরও পড়ুন: সপ্তাহ প্রায় শেষ! ছুটির মজা এবার একটু ꧙বাড়িয়ে নিন, পড়ুন দিনের সেরা ৫ জো🏅কস
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT Ap♕p বাংলায়। HT App 🌟ডাউনলোড করার লিঙ্ক