জাতীয় দলের মর্যাদা পেতে চাইছে জেডিইউ JD(U)। সেই টার্গেট নিয়েই এগোতে চাইছে দল। জাতিগত গণনার দাবি, পেগাসাসের তদন্তের দাবি তো আছেই, এসবের মধ্যেই এখন জাতীয় দলের মর্যাদা পাওয়াটা জেডিইউর কাছে অন্যতম প্রধান লক্ষ্য। বিহার ও অরুণাচল প্রদেশের রাজ্য দল হিসাবেই পরিচিত জেডিইউ। এবার সেই দল উত্তরপ্রদেশ ও মণিপুরে সমান মর্যাদা পেতে চাইছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর ফলে যেটা হবে সেটা হল জাতীয় দলের মর্যাদা পাওয়াটা JD(U)র কাছে অনেকটাই সহজতর হবে। সেই রাস্তাতেই হাঁটতে চাইছে দল। JD(U)কোটাতে কেন্দ্রীয় মন্ত্রী হওয়া আরসিপি সিংয়ের মাধ্যমে উত্তরপ্রদেশে আসন সমঝোতা নিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ বাড়তে চাইছে JD(U)। অথবা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে একাই লড়তে চাইছে JD(U)। তবে এতে আখেরে বিজেপিরই সমস্যায় পড়ার আশঙ্কা। বিজেপির উচ্চ বর্ণের ভোট ব্যাঙ্ক ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে।এক অভিজ্ঞ JD(U)নেতা বলেন, আরসিপি সিংয়ের সঙ্গে একাধিক বিজেপি নেতার ভালো সম্পর্ক রয়েছে। সেকারণে তাঁকেই কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি JD(U)র সর্বভারতীয় সভাপতি ইতিমধ্যেই উত্তরপ্রদেশে সংগঠনকে আরও মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে সূত্রের খবর ইতিমধ্যে জেডইউ নেতৃত্ব জেপি নাড্ডা, অমিত শাহ, যোগী আদিত্যনাথের মতো হাই প্রোফাইল নেতাদের সঙ্গে প্রাথমিক কথা বলেছেন। JD(U)র কেন্দ্রীয় নেতা কেসি ত্যাগী বলেন, বিজেপি ও এনডিএর সঙ্গে আমাদের পুরানো সখ্যতা আছে। আমরা উত্তর প্রদেশে বিজেপির সহযোগী শক্তি হিসাবে লড়াই করার সুযোগ নিশ্চিতভাবেই পাব।