বাজারে নয়া ৫জি (5G) ফোন আনার পরিকল্পনা করছে রিলায়েন্স জিয়ো। প্রাথমিকভাবে সেই স্মার্টফোনের দাম ৫,০০০ টাকার কম রাখা হবে। তারপর ধাপে ধাপে তা কমিয়ে ২,৫০০-৩,০০০ টাকায় প্রতিটি ফোন বিক্রির পরিকল্পনাও করা হচ্ছে। সংবাদসংস্থা পিটিআইকে একথা জানিয়েছেন সংস্থার এক আধিকারিক।প্রাথমিকভাবে ২০-২৫ কোটি গ্রাহকের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে রিলায়েন্স জিয়ো। যাঁরা এখন ২জি (2G) কানেকশন ব্যবহার করেন। নাম গোপন রাখার শর্তে এক আধিকারিক বলেন, ‘৫,০০০ টাকার নীচে সেই ফোন আনতে চাইছে জিয়ো। আমাদের বিক্রি বাড়লে সেটির দাম ২,৫০০-৩,০০০ টাকার মধ্যে রাখা যেতে পারে।’ বিষয়টি নিয়ে পিটিআইয়ের তরফে জিয়োকে ইমেলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে তাতে কোনও উত্তর মেলেনি।আপাতত ভারতে ৫জি (5G) ফোনের দাম ২৭,০০০ টাকা থেকে শুরু হচ্ছে। দেশে প্রথম বিনামূল্যে ৪জি (4G) চালু করেছিল জিয়ো। তাতে প্রাথমিকভাবে ১,৫০০ টাকা দিতে হলেও পরে সেই অর্থ ফেরত পাওয়ার সুযোগ ছিল।তারইমধ্যে সংস্থার ৪৩ তম বার্ষিক সাধারণ সম্মেলনে ২জি-বিহীন (2G) ভারত গড়ে তোলার ডাক দিয়েছিলেন রিলায়েন্স ইন্ড্রাটিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। তাঁর বক্তব্য ছিল, ভারত যখন ৫জি (5G) যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তখন ৩৫০ মিলিয়ন ভারতীয়কে সস্তার স্মার্টফোন কেনার সুযোগ করে দিতে হবে। যাঁরা এখন ২জি (2G) কানেকশন ব্যবহার করেন। ইতিমধ্যে নিজস্ব ৫জি (5G) নেটওয়ার্কের সংযোগ সরঞ্জাম নিয়ে কাজ করছে জিয়ো। একইসঙ্গে রফতানির আগে সেই সরঞ্জামগুলির পরীক্ষার জন্য কেন্দ্রের কাছে স্পেকট্রাম বণ্টনের আর্জিও জানানো হয়েছে।তবে এখনও ভারতে ৫জি (5G) পরিষেবা চালু হয়নি। আগামী প্রজন্মের প্রযুক্তির অংশ হিসেবে দেশের অভ্যন্তরে ৫জি (5G) পরিষেবার নেটওয়ার্ক গড়ে তোলার জন্য টেলিকম সংস্থাগুলিকে এখনও স্পেকট্রাম বণ্টন করেনি কেন্দ্র।