রাষ্ট্রপতি হওয়ায় ভেবেছিলেন, যা চাইবেন তাই করতে পারবেন জো বাইডেন। কিন্তু পারেননি। কর্মীদের বাধা তাঁকে আটকে রেখেছিল। সোমবার, একটি ইভেন্টের সময়, দর্শকদের মধ্য থেকে কয়েকজন অল্পবয়সী মেয়েদের মঞ্চে ডেকে, এমনটাই বলে বসেন বাইডেন। 📖এদিন, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন আরও🐻 বলেন যে তার কর্মীরা প্রায়শই তাঁকে নির্দিষ্ট অনেক কিছু করতে বাধা দিলেও, তিনি যেভাবেই হোক সেটা করতে চান।
আরও পড়ুন: (Bangladesh oꦛn Amit Shah: বাংলাদেশি অনুপ্রবেশক🅰ারীদের উলটো করে ঝোলানোর হুঁশিয়ারি দেওয়ায় শাহে ক্ষুব্ধ ঢাকা!)
এদিনের ইভেন্টে বেফাঁস বাইডেন
সম্প্রতি, হোয়াইট হাউসের অনুষ্ঠিত হয়েছে এই ই𒁃ভেন্ট। ২০২৩ সালের জাতীয় মহিলা সকার লিগের চ্যাম্পিয়ন, গথাম এফসি দলকে সম্মান জানানো হয়েছে এদিন। ওই ইভেন্টেই বাইডেন দর্শকের মধ্য থেকে অল্পবয়সী মেয়েদের মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন, 'অনুষ্ঠানে যে সমস্ত তরুণী এবং বাচ্চারা রয়েছেন, সবাই উঠে আসুন এবং আমার পিছনে দাঁড়ান। চলে আসুন।' কিছুক্ষণ বিরতির পর, তিনি অবশ্য ছেলেদেরও ডেকে নিয়েছিলেন।
মহিলাদের সঙ্গে অস্বস্তিকর ব্যবহার নিয়ে সমালোচনা
বাচ্চারা মঞ্চে যোগ দেওয়ার পর, বাইডেন যা বলেছিলেন, তা বোঝা কঠিন ছিল। তিনি এদিন এটা জানাননি যে কেন তাঁর দল মেয়েদের সঙ্গে যোগাযোগ করতে দিত না। সম্প্রতি, বাইডেন বিশেষ করে রিপাবলিকানদের কাছ থেকে, সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। বিরোধী পার্টি বাইডেনের কয়েকটি ছবি শ🍸েয়ার করে দাবি করেছিল যে ইভেন্টের সময় শিশু এবং মহিলাদের সঙ্গে অস্বস্তিকর ব্যবহার করেন বাইডেন। এই পরিস্থিতির কারণে তাঁকে সমালোচকরা 'ক্রিপি জো' আখ্যাও দিয়েছেন☂।
আরও পড়ুন: (Billionaire Harsh Goenka: ধনকুবের বাস্তব চেনেন না! ꧟প্রতিদিন ৬০০ টাকা করে বাঁচাতে বলে ট্রোলের মুখে শিল্▨পপতি)