কানাডা নিবাসী খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার ছক কষার সময় থেকেই নাকি সেই বিষয়ে অবগত ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এমনই দাবি করা হয়েছিল কানাডার এক মিডিয়া রিপোর্টে। পরে কানাডা সরকার সেই দাবি উড়িয়ে দিয়েছিল। আর এবার এই ইস্যুতেই নিজের দেশের আধিকারিকদেরই 'ক্রিমিনাল' আখ্যা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ব্র্যাম্পটনে মিডিয়ার মুখোমুখি হয়ে ট্রুডো বলেন, 'দুর্ভাগ্যবশত আমরা দেখেছি, ক্রিমিনালরা টপ সিক্রেট তথ্য মিডিয়াকে ফাঁস করছে এবং সেই সব খবর আদতে ভুল প্রমাণিত হচ্ছে।' এরপর ট্রুডো বলেন, 'এই কারণেই আমরা বিদেশি হস্তক্ষেপ নিয়ে জাতীয় স্তরে তদন্তের নির্দেশ দিয়েছি। এই ধরনের ফাঁস হওয়া তথ্যের ওপর নির্ভর করা যায় না। এই ধরনের তথ্য মিডিয়াকে দেওয়া অপরাধ।' (আরও পড়ুন: EVM💧 নিয়ে 'ডিগবাজি' ইলন মাস্কের! মহা🦂রষ্ট্রের ফল ঘোষণার পর কি বললেন ধনকুবের?)
আরও পড়ুন: আদানির বাড়িতে তলব নোটিশ মার্কিন SEC-র, ঘুষ কাণ্ডে এব🌳ার কী করবেন গৌতম?
উল্লেখ্য, কানাডিয়ান সংবাদপত্র 'দ্য গ্লোব অ্যান্ড মেল'-এ এই রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। সেই রিপোর্টে দাবি করা হয়েছিল, নিজ্জর হত্যার ছকের বিষয়ে অবগত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিদেশমন্ত্রীও। হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় প্রথম থেকেই ভারতের ঘাড়ে দোষ চাপিয়ে আসছে কানাডা। তবে দিল্লিও দাবি করে এসেছে, এই মামলায় দিল্লির হাতে কোনও প্রমাণ তুলে দেয়নি জাস্টিন ট্রুডোর সরকার। এরই মাঝে এই মামলার জেরে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এই আবহে দিল্লির দাবি, রাজনৈতিক কারণেই ভারতের ঘাড়ে এই দোষ চাপাচ্ছেন ট্রুডো। পরে অবশ্য এই রিপোর্ট নিয়ে কানাডা সরকার জানায়, নিজ্জর হত্যার কথা মোদী যে আগের থেকে জানতেন, এই ধরনের কোনও তথ্য তাদের কাছে নেই। (আরও পড়ুন: 'কালো অক্ষরে লেখা থাকবে তাঁর নাম',প্রাক্তন CJI চন্⛦দ্রচূড়কে আক্রমণ উদ্ধব শিবিরের)
আরও পড়ুন: মোদীর থেকেও বেশি জনপ্রিয় ফড়ণবীস? মꦆহারাষ্ট্র ভোটের ফল নিয়ে প্রশ্ন কংগ্রেসের
এদিকে সম্প্রতি 'দ্য ওয়াশিংটন পোস্ট' সংবাদপত্রের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, কানাডার মাটিতে খলিস্তানপন্থী শিখদের বিরুদ্ধে অপারেশন চালানোর জন্যে নাকি অনুমোদন দিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে কানাডার বিদেশ প্রতিমন্ত্রী ডেভিড মরিসন স্বীকার করেন যে খলিস্তানিদের ওপর 'হামলার' সঙ্গে অমিত শাহের নাম জড়িয়ে তিনিই ওয়াশিংটন পোস্টকে এই সব কথা বলেছিলেন। সংসদীয় কমিটির সামনে বয়ান দেওয়ার সময় ডেভিড এই স্বীকারোক্তি দেন। (আরও পড়ুন: শীতকালীন অধিবেশনেই ওয়াকফ সংশোধনী বিল 🍎পেশ হতে পারে সংসদে, দাবি রিপোর্টে)
আরও পড়ুন: সাগরে শক্তি বাড়াবে নিম্নচাপ, দক্ষিণ🧜বঙ্গে বৃষ্টির 🐻পূর্বাভাস আবহাওয়া দফতরের
এর আগে ওয়াশিংটন পোস্টের রিপোর্টে দাবি করা হয়েছিল, কানাডার পুলিশের কাছে নাকি এমন প্রমাণ এসেছে, যা থেকে প্রমাণিত হয় যে ভারতের এক শীর্ষ স্থানীয় নেতার অনুমোদনেই খলিস্তানিদের ওপর হামলা হচ্ছে কানাডায়। সেই সময় সূত্রের বরাত দিয়ে রিপোর্টে দাবি করা হয়েছিল, সেই 'শীর্ষ স্থানীয় নেতা' হলেন অমিত শাহ। এবার ডেভিড স্বীকার করেন যে ওয়াশিংটন পোস্টের সংবাদিক তাঁকে ফোন করে এই নিয়ে জিজ্ঞেস করেছিলেন। সেই সময় কোনও প্রমাণ না দিলেও সাংবাদিককে জেভিড꧋ জানিয়েছিলেন যে সেই 'শীর্ষ স্থানীয় ভারতীয় নেতা' অমিত শাহ।