হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে ঝোড়ো প্রচার করে চলেছেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। সদ্য এক প্রচার সভায় তিনি 'তেজস্বী' নাম গুলিয়ে ফেলেন। আরজেডি নেতা তথা লালু প্রসাদের পুত্র তেজস্বী যাদবকে খোঁচা দিতে গিয়ে তিনি বিজেপির বেঙ্গালুরুর নেতꦺা তেজস্বী সূর্যের নামে একাধিক অভিযোগ তোলেন। কঙ্গনার অভিযোগের সুরে বলেন,'তেজস্বী সূর্য মাছ খান, গুন্ডাগিরি করেন'। এরপর লালু প্রসাদের পুত্র তথা বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব, কঙ্গনাকে খোঁচা দিতে ছাড়েননি।
নাম বিভ্রাট ঘিরে কঙ্গনার ভাষণের ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কঙ্গনা রানাওয়াত তাঁর ভাষণে, বিপক্ষের রাহুল গান্ধীদের নিয়ে খোঁচা দিচ্ছিলেন। সেই সময়ই তিনি বলেন, ‘তা সে তেজস্বী সূর্যই হোন না কেন, যিনি মাছ খান, গুন্ডাগিরি করে💖ন…’। প্রসঙ্গত, সদ্য নবরাত্রির সময় এক ভিডিয়ো পোস্টে বিজেপির বিপক্ষে থাকা আরজেডি নেতা তেজস্বী যাদবকে দেখা যায় মাছ খেতে। তিনি নিজেই সেই ভিডিয়ো পোস্ট করেন, ও মাছ খাওয়ার কথা জানান। যা নিয়ে খোঁচার সুর চড়া করেছিল বিজেপি। নবরাত্রির সময় মাছের মতো আমিষ খাওয়া নিয়ে কটাক্ষবাণ আরজেডির দিকে তাক করে বিজেপি। তখন থেকেই এই ইস্যুতে সরব হয়েছে বিজেপি। সেই বিজেপিরই হিমাচল প্রদেশের প্রার্থী বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি তেজস্বী যাদবের নাম গুলিয়ে বিজেপির কর্ণাটকের নেতা তথা লোকসভা 🦂ভোটের প্রার্থী তেজস্বী সূর্যের বিরুদ্ধেই মুখ ফসকে মন্তব্য করে ফেলেন। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে।
এদিকে, কঙ্গনার ভিডিয়ো নিয়ে খোঁচার সুরে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন তেজস্বী যাদব। আরজেজি নেতা হিন্দিতে কটাক্ষ 🔜করে লেখেন, ‘ইয়ে মোহতরমা কৌন হ্যায়? (এই ভদ্রমহিলা কে?)’ প্রসঙ্গত, এই তেজস্বী যাদবকেই ওই ভাষণে টার্গেট🉐 করতে চেয়েছিলেন কঙ্গনা রানাওয়াত, বলে মনে করা হচ্ছে। তবে নাম গুলিয়ে ফেলে তেজস্বী যাদবের জায়গায় তেজস্বী সূর্য বলে ফেলেন কঙ্গনা। তারপর থেকেই এই ভিডিয়ো ভাইরাল।