বাংলা নিউজ > ঘরে বাইরে > Kargil War Bomb kills teenager: ২৪ বছর পর ফাটল কার্গিল যুদ্ধের বোমা! খেলার মাঠে যেতে গিয়ে মৃত নাবালক, জখম ২
১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পর কেটে গিয়েছে প্রায় ২৪টা বছর। এত বছরেও সেখানে সীমান্ত সংলগ্ন বহু এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যুদ্ধের চিহ্ন। যুদ্ধের সেই চিহ্নই মরণ ফাঁদ হয়ে দেখা দিল। কার্গিল যুদ্ধের একটি বোমা ফেটে মৃত্যু হল এক নাবালকের। বিস্ফোরণে গুরুতর ভাবে জখম হয়েছে আরও দুই নাবালক। ঘটনাটি ঘটেছে লাদাখের কুরবাথাঙে। মৃত নাবালকের নাম বকির। এদিকে জখম হওয়া অপর দুই নাবালকের নাম আলি নকি এবং মুনতাজির মেহদি। তারা তিনজনেই পাশকুমের খারজঙের বাসিন্দা। (আরও পড়ুন: তাপপ্রবাহে🐈 নাজেহাল বাংলা স্বস্তি পাবে কবে? এই সপ্তাহে বৃষ্টি🧜র সম্ভাবনা আছে নাকি)