অরুণ দেব
মুখ্যম♑ন্ত্রী হিসাবে বেশিদিন সময় পাননি বোম্মাই। আর কর্ণাটকে উন্নয়ন সরণী সেটা বোম্মাইয়ের হাত ধরেই হচ্ছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর খাসতালুক শিগ্গাওতে প্রচারে গিয়ে এমনটাই জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কার্যত কর্ণাটকে জমে উঠেছে ভোটের প্রচার। আগামী ১০ মে এ💝খানে ভোট।
এদিকে গোরগোড়ায় ভোট। তার আগে বুধবার নিজের খাসতালুকে বিশাল রোড শো করেছিলেন বাসবরাজ বোম্মাই। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, ফিল্ম স্টার কিচচা সুদীপ ছিলেন✅। রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ। বিশেষ ধরনের একটি গাড়িতে চেপে তাঁরা সভাস্থলের দিকে রওনা দেন।
সভাতে বক্তব্য রাখতে গিয়ে নাড্ডা বলেন, বোম্মাইয়ের জন্য ভোট চাইতে তিনি আসেননি। এটা বলতে এসেছি যে কর্নাটক যে উন্নয়নের পথে গিয়েছে সেটার একটাই কারণ হ♒ল বিজেপিকে আপনারা বেছে নিয়েছেন। আমি শুনছিলাম সুদীপ বলছেন বোম্মাই সীমিত সময় পেয়েছেন। তাঁর আরও সময় পাওয়া দরকার ছিল। আমি আপনাদের বলতে চাই আমি বোম্মাইকে ফের জেতানোর জন্য আবেদন করতে আসিনি। আপনাদের মধ্য়ে যে শক্তি রয়েছে তℱাতে জানি বোম্মাইকে আবার পাঁচ বছরের জন্য আপনারা বিধানসভায় পাঠাবেন।
নাড্ডা বলেন, আমি বোম্মাইকে সমর্থন করার আবেদন করতে আসিনি। আমি এখানে বলতে এসেছি য🙈াতে উন্নয়ন প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় থাকে। যাতে স্থিতিশীল একটা অবস্থা বজায় থাকে। আপনারা বিজেপিকে ভোট দেবেন যাতে প্রধানমন্ত্রীর উন্নয়নের স্বপ্ন সফল হয়। মনে রাখবেন বোম্মাইয়ের মাধ্যমে উন্নয়ন হবে।
তবে ফের ক্ষমতায় এলে বো🅷ম্মাই মুখ্য়মন্ত্রীর চেয়ারে ফের বসবেন কি না তা নিয়ে তিনি কিছু জানাননি🔥।
এদিকে তিনি অভিযোগ করেন কংগ্রেস দাবি করেছে তারা ক্ষমতায় এলে পিএফআইয়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। তবে কংগ্রেস অবশ্য় এই বিবৃতি মানতে চায়নি। নাড্ডা বলেন, যদি আপনারা উন্নয়ন ও শান্তি চান তবে পদ্ম চিহ্নে 💝ছাপ দিন।
সেই সঙ্গে🐼ই তিনি জানিয়েছেন, যদি কংগ্রেস কর্ণাটকে ক্ষমতায় ফিরে আসে তবে মোদী কর্ণাটকের উন্নয়নের জন্য় যে টাকা পাঠাবেন সেটা ফের কংগ্রেস হাই কমান্ডের কোষাগারে চ🤪লে যাবে।
এদিকে বোম্মাই সভাতে এসে আবেগে ভেসে যান। তিনি বলেন, জীবনের শেষ দিন💙 পর্যন্ত এই জায়গার জন্য কাজ করে যাব। আমার এই বন্ধন চি🌄রদিনের। কেউ এটা ভাঙতে পারবে না। মৃত্যু পরেও যেন আমাকে এই গ্রামেই শেষকৃত্য করা হয়।