আরও এক ভারতীয় বংশোদ্ভূত এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনিক আঙিনায় উজ্জ্বল উপস🍷্থিতি ধরে রাখলেন। তিনি শেফালি রাজদান দুগ্গল। তিনি এবার মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে নেদারল্যান্ডসে রাষ্ট্রদূত হিসাবে বিবেচিত হয়েছেন। মার্কিন রাষ্ট্রদূত হিসাবে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কম꧒লা হ্যারিস। যাঁরও সম্পর্কের টান রয়েছে ভারতের সঙ্গে।
জো বাইডেন প্রশাসনের 𓂃অন্যতম নামী মুখ কমলা হ্যারিস। মার্কিন ভাইস প্রেসিডেন্টের উপস্থিতিতে এই শপথগ্রহণ অনুষ্ঠানের পর কমলা হ্যারিস নিজে টুইট করে জানান, 'শেফালি রাজদান দুগ্গলের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারাটা আমরা গর্ব। যিনি আমাদের পরবর্তী রাষ্ট্রদূত হতে চলেছেন। আপনাকে অনেক শুভেচ্ছা ও আপনার নেতৃত্বের জন্য ধন্যবাদ।' উল্লেখ্য, মার্কিন রাজনীতিতে 🍎বেশ উজ্জ্বল হয়ে উঠেছেন শেফালি দুগ্গল।
বহুদিন ধরেই আমেরিকার রাজনীতিতে জড়িয়ে রয়েছে তাঁর নাম। এবার মার্কিন সেনেট তাঁকেই বাছাই করে নিয়েছে নেদারল্যান্ডসে মার্কিন প্রতিনিধিত্বের জন্য। এদিকে কাশ্মীরি পণ্ডিত গোষ্ঠীভূক্ত শেফালির নাম আগেই ঘোষণা করেছিল হোয়াইট হাউস। জানা গিয়েছে, শেফালি দুগ্গল কাশ্মীরি পণ্ডিত হলেও তাঁর পড়াশোনা বেড়ে ওঠা আমেরিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক হন। পরবর্তীকালে তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর পাশ করেন। এছাড়াও জো বাইডেন প্রশাসনের ন্যাশনাল ফিনান্স কমিটিতে ছিলেন শেফালি রাজদান দুগ্গাল। এছাড়াও ২০১৬ থেকে ২০২০ সালে🌜 মার্কিন রাজনীতিতে বিভিন্ন পদে আসীন ছিলেন তিনি। ছিলেন বহু কমিটির সদস্যও।