💛 থাইল্যান্ডের ব্যাঙ্ককে ভয়াবহ ভূমিকম্প। কেমন ছিল সেই অভিজ্ঞতা?
🐓 ভারত থেকে ব্যাঙ্ককে গিয়েছিলেন প্রেম কিশোর মোহান্তি। আসলে তাঁর মেয়ে পড়াশোনা করে ব্যাঙ্ককে। এদিন ছিল স্পোর্টস ডে। মেয়ের স্কুলের অডিটোরিয়ামে বসেছিলেন তিনি। আর সেই সময় কেঁপে উঠল থাইল্য়ান্ড।
💦 এনডিটিভি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, মনে হচ্ছিল মাথা ঘুরছে। আমি নীচে বসে পড়ি। দেখলাম মাথার উপর যে লাইটগুলো রয়েছে সেগুলি দুলছে। চেয়ারগুলো নড়ছে। এনডিটিভিকে জানিয়েছেন তিনি। এরপর স্কুলের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করা হয় সবাই আউটডোরে চলে যাও। দেখা যায় যে সুইমিং পুলের জল একেবারে জলপ্রপাতের মতো নামছে। একেবারে ভয়াবহ অভিজ্ঞতা ওই ভারতীয় বাবার।
হোটেলের মাথায় যে সুইমিং পুল ছিল সেখান থেকে জল একেবারে চলকে নামতে থাকে। দুলুনির জেরে সেটা এভাবে নামতে থাকে। রিখটার স্কেলে এই ভূমিকম্পে﷽র মাত্রা ৭.৭। এর কেন্দ্র হল মায়ানমার। তবে থাইল্যান্ডের অনেক জায়গায় ভয়াবহভাবে কম্পন অনুভূত হয়েছে। পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যায়। বহু মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন।