জোড়া ভূমিকম্পে কার্যত ধ্বংস্তূপে পরিণত হয়েছে মায়ানমার।হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। আর এই ভয়াবহ ভূমিকম্পের প্রভাব পড়েছে কলকাতা, দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও। জোরাল কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। ভূমিকম্প–বিশেষজ্ঞরা বলছেন, গত ২০ বছরে মায়ানমারে এমন ভূমিকম্প হয়নি।মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, শুক্রবার মায়ানমারে জোড়া কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৭.৭ এবং ৬.৪। প্রথম কম্পনটি হয় ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে। আর দ্বিতীয় কম্পনটি হয় ১২টা ২ মিনিটে। প্রথমটির উৎসকেন্দ্র মায়ানমারের বার্মার ১২ কিলোমিটার উত্তরে অবস্থিত। আর দ্বিতীয়টির উৎসকেন্দ্র মায়ানমারের ল🔥কসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে। দু’টি কম্পনের ক্ষেত্রেই উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার নীচে।
আরও পড়ুন-'আত্মনির্ভর' সমরাস্ত্রের জন্য ২৫০০ কোটি টাকার চুক্তি ভার🍎তের, প💖া কাঁপবে শত্রুদের
সূত্রের খবর, মান্দালয় শহরে একাধিক বহুতল ভেঙে পড়েছে। একটি মসজিদ ভেঙে পড়েছে। তার নীচে চাপা পড়ে অনেকের মৃত্যু হয়েছে। জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও। সেখানকার রাজধানী ব্যাঙ্ককে একটি বহুতল ভেঙে পড়েছে। বহুতলটি নির্মীয়মাণ অবস্থায় ছিল।থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, এই𓆉 ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। ৮১ জন নিখোঁজ। জলোচ্ছাস দেখা গিয়েছে বড় বড় হোটেলের সুইমিং পুলেও।কম্পন এতটাই তীব্র ছিল যে, ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত ব্যাঙ্ককের হোটেল, শপিং মল কাঁপতে শুরু করে। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।ভূমিকম্পের কཧারণে ব্যাঙ্ককে জরুরি বৈঠকে বসেছেন তাইল্যান্ডের প্রধানমন্ত্রী। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অন্তত ৪৩ জন শ্রমিক নির্মীয়মাণ বহুতলের ধ্বংসস্তূপে আটকে পড়েছেন। এক জনের মৃত্যু নিশ্চিত করেছে রয়টার্স। এই পরিস্থিতিতে ব্যাঙ্ককে জরুরি বৈঠকে বসেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ।একটি ভিডিওতে দেখা গেছে, ব্যাঙ্ককের একটি নির্মীয়মাণ বাড়ি খোলামকুচির মতো গুঁড়িয়ে মাটিতে মিশে গিয়েছে। এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়নি। মায়ানমারে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ব্যাঙ্ককের দূরত্ব প্রায় ৯০০ কিলোমিটার। কিন্তু এই ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে, ব্যাঙ্ককে জোরালো কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ব্যাঙ্ককজুড়ে ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। মায়ানমারে ভেঙে পড়েছে বিখ্যাত আভা সেতু। সোশ্যাল মিডিয়ায় তার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সাগাইং থেকে ২৪ কিলোমিটার দূরে মান্দালয়ে ধ্বংসস্তূপের মধ্যে কয়েক জন আটকে পড়েছেন বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে।
অন্যদিকে, এদিন কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনার একাংশের বাসিন্দারা কম্পন টের পেয়েছেন। কলকাতার কয়েকটি বহুতলে সিলিংফ্যান নড়তে দেখেন অনেকে। দেওয়ালে টাঙানো ছবিও নড়তে থাকে। যা দেখে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বহুতল ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায়। ওই ভূমিকম্পের পরেই ভারতের মেঘালয়ের পূর্ব গারো পাহাড়ে কম্পন হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪।মায়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্প নিয়ে গভীর উ๊দ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সকলের নিরাপত্তা এবং সুস্থতা প্রার্থনা করছি। সম্ভাব্য সমস্ত রকম সহায়তা প্রদানের জন্য প্রস্তুত ꧅ভারত। সংশ্লিষ্ট সকল দফতরকে সাহায্যের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও, বিদেশ মন্ত্রককে মায়ানমার এবং থাইল্যান্ড সরকারের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে।’ একদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম-সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন-'আত্মনির্ভর' সমরাস্ত্রেরꩵ জন্য ২৫০০ কোটি টাকার চুক্তি ভারতের, পা কাঁপবে শত্রুদের
মায়ানমারে ভূমিকম্প অবশ্য নতুন নয়। ১৯৩০ থেকে ১৯৫৬ সালের মধ্যে সে দেশে সাত বা তার বেশি মাত্রার ছ’টি ভূমিকম্প হয়েছিল। মায়ানমারের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত রয়েছে 𝓡সাগাইং চ্যুতিরেখা। প্রায়ই ভূ-আন্দোলনের কারণে ভূমিকম্প হয় ভারতের এই পড়শি দেশে।