২০২৫ এর আইপিএল মেগা নিলামের প্রথম দিনটি যথেষ্ট উৎপাদনশীল ছিল। সানরাইজার্স হায়দরাবাদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। আর অ্যাকশনের সর্বাগ্রে ছিলেন ফ্র্যাঞ্চাইজি সিইও কাব্য মারান। নেভি ব্লু স্যুট পরিহিত মারান তার দলের নিলামে নেতৃত্ব দিয়েছিলেন। স👍ানরাইজ হায়দরাবাদ সব মিলিয়ে ৮ জন খেলোয়াড়কে নিয়েছে বলেই খবর। তারই অঙ্গ হিসাবে ঈশান কিষাণ, মহম্মদ শামি এবার অরেঞ্জ আর্মির অংশ হবেন।
২০২৩ সালের গ্রীষ্মে প্রথম ভাইরাল হওয়ার পরে কাব্য মারান এখন পর্যন্ত বেশ সুপরি🌜চিত ব্যক্তিত্ব। তাঁর সম্পদের মূল্য এবং তাঁর সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিন।
জন ভারত টাইমস অনুসারে, কাব্য মারানের আনুমানিক সম্পত্তির পরিমাণ প্রায় ৪০৯ কোটি টাকা। তার বাবা এবং সানরাইজার্সেরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ সহ-মালিক কালানিথি মারান ভারতের অন্যতম ধনী ব্যক্তি, ১৯,০০০ কোটি টাকার নেট মূল্য নিয়ে তামিলনাড়ু আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০১৯ শীর্ষে রয়েছেন। সুতরাং, কাব্যের মোট সম্পদ তার বাবার সামর্থ্যের চেয়ে অনেক কম হলেও, এটি এখনও এত অল্প বয়সে তাঁর ব্যবসায়িক দক্ষতার প্রমাণ দেয়।
কাব্য মারান সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিন
১৯৯২ সালের ৬ অগস্ট চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন কাব্য। তার বাবা সান গ্রুপের চেয়ারম্যান, এবং তার মা কাবেরী মারান সোলার টিভি কমিউনিটি রেস্ট্রিক্টেডের সিইও। তা ছাড়া মারান𒉰 পরিবার দেশকে দিয়েছে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির আত্মীয়।