LIC IPO: আগামিকাল বাজারে আসছে দেশের বৃহত্তম IPO, কেনার আগে এইসব তথ্য় মাথায় রাখুন
1 মিনিটে পড়ুন Updated: 03 May 2022, 02:56 PM ISTLIC IPO-র জন্য প্𝔉রাইস ব্যান্ড ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা প্রতি ইক্যুইটি শেয়ার ধার্য করা হয়েছে।
LIC IPO-র জন্য প্𝔉রাইস ব্যান্ড ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা প্রতি ইক্যুইটি শেয়ার ধার্য করা হয়েছে।
আগামিকাল (৪ মে ২🌺০২২) বাজারে আসছে LIC-র IPO। লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (LIC) প্রাথಌমিক পাবলিক অফারিংয়ের (IPO) দিকে তাকিয়ে শেয়ার বাজার। LIC IPO-র জন্য প্রাইস ব্যান্ড ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা প্রতি ইক্যুইটি শেয়ার ধার্য করা হয়েছে।
পলিসি হোল্ডারদের জন্য ৬০ টাকা এবং LIC কর্মীদের জন্য ৪৫ টাকা ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। পাবলিক ইস্যু আগামী ৯ মে ২০২২ পর্যন্ত বিডিংয়ের জন্য ওপেন থাকবে।
আর এই꧒ আইপিও-র জন্য আপনার ফোন থেকেই আবেদন করতে পারবেন। কীভাবে জানতে এখানে ক্লিক করুন।
দেশের সবচেয়ে বড় আইপিও
LIC আইপিও-র মাধ্যমে পাবলিক সেক্টর কোম্পানিতে সরকার তার ৩.৫% শেয়ার বিক্রি করবে। এর মাধ্যমে সরকারের হাতে প্রায় ২১ হাজার কোটি টাকা তোলার চেষ্টা করছে কেন্দ্র। ফেব্রুয়ারিতে সরকার LIC-তে ৫% শে൩য়ার বা ৩১৬ কোটি শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছিল। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (SEBꦚI) কাছে এই সংক্রান্ত নথি জমা দেওয়া হয়েছে। সরকারের দাবি, এই আইপিও দেশের বৃহত্তম হবে। এটি দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দেবে।
অ্যাঙ্কর বিনিয়োগকারীদের দুর্দান্ত সাড়া
অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য LIC-র মেগা আইপিও ২ মে ওপেন হয়েছিল। সোমবার এলআইসি-র আইপিও অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ভাল প্রতিক্রিয়া পেয়েছে। অ্যাঙ্কর বিনিয়োগকার𒅌ীরা প্রায় ৫,৬২০ কোটি টাকার সাবস্ক্রিপশন ক♊রেছেন।
আসুন জেনে নেওয়া যাক এই IPO সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
LIC IPO GMP: বাজার বিশেষজ্ঞদের মতে, LIC IPO গ্রে মার্কে🎀ট প্রিমিয়াম (GMP) আ🐼জ ৮৫ টাকা। যা কিনা গতকালের ৬৯ টাকার গ্রে মার্কেট প্রিমিয়ামের চেয়ে ১৬ টাকা বেশি।
LIC IPO তারিখ: পাবলিক ইস্যু ৪ মে 🎃২০২২-এ ওপেন হবে। ৯ মে ২০২২ পর্যন্ত বিডিংয়ের জন্য ওপেন থাকবে।
LIC IPO মূল্য: ভারত সরকার প্রতি ইক্যুইটি শেয়ারের জন্য LIC IPO-র প্রাইস ব্যান্ড ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা স্থির করಞেছে।