LIC পলিসি প্রায় সকলেই করেন। কিন্তু নির্দিষ্ট কিছু প্ল্যানের বাইরে, বাকিগুলির তেমন প্রচার নেই। কিন্তু সত্যি বলতে, LIC-র এমন কিছু দুর্দান্ত প্ল্যান রয়েছে, যা সকলের জানা উচিত্।আজ LIC-র এমনই একটি স্কিমের বিষয়ে জানতে পারবেন। এই স্কিমে টাকা রাখলে প্রায় ১ কোটি টাকার কভারেজ পাবেন। এদিকে টাকা মাত্র ৪ বছর রাখলেই চলবে। কীভাবে?LIC-র জীবন শিরোমণি স্কিমের বিষয়ে জানেন?LIC জীবন শিরোমণি প্ল্যানটি ১৯ ডিসেম্বর, ২০১৭-তে ঘোষণা করা হয়েছিল।এই স্কিমের অধীনে, আপনি ৪ বছরে ১ কোটি টাকার কভারেজ পাবেন।মনে রাখবেন এটি একটি নন-লিঙ্কড, সীমিত প্রিমিয়াম পেমেন্ট মানি ব্যাক প্ল্যান।এই প্ল্যানে গুরুতর অসুস্থতার সুরক্ষাও অন্তর্ভুক্ত রয়েছে।এলআইসি জীবন শিরোমণি পরিকল্পনায় পলিসির মেয়াদে মৃত্যুতে, পলিসি করা ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক এবং মাসিক ভিত্তিতে প্রিমিয়াম দেওয়ার সুবিধা রয়েছে।পলিসি কেনার ন্যূনতম বয়স ১৮ বছর।LIC-এর এই স্কিমে বিনিয়োগ করলে কর ছাড়ও পাওয়া যায়।এই পলিসির বিশেষত্ব হল পলিসির মেয়াদকালে গ্রাহক পলিসির সমর্পণ মূল্যের উপর ভিত্তি করে ঋণ পেতে পারেন। কিন্তু এই ঋণ দেওয়া হবে শুধুমাত্র এলআইসি-রই শর্তে।১. ন্যূনতম অর্থ - ১ কোটি টাকা২. সর্বোচ্চ অর্থ: কোনও সীমা নেই।৩. পলিসির মেয়াদ: ১৪, ১৬, ১৮ এবং ২০ বছর।৪. যতক্ষণ পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে: ৪ বছর।৫. পলিসি চালুর জন্য সর্বনিম্ন বয়স: ১৮ বছর। ৬. পলিসি চালুর সর্বোচ্চ বয়স: ১৪ বছরের প্ল্যানের জন্য ৫৫ বছর; ১৬ বছরের প্ল্যানের জন্য ৫১ বছর; ১৮ বছরের প্ল্যানের জন্য ৪৮ বছর; ২০ বছরের প্ল্যানের জন্য ৪৫ বছর।