এলআইসি-র স্টক প্রথম দিনে প্রায় ৭৬.৩০ টাকা পড়েছে। অর্থাত্ ৮.০৪% ক🅠মেছে। ইন্ট্রাডে হাই ছিল ৯২০ টাকা। অন্যদিকে, ইন্ট্রাডে লো ছিল ৮৬০.১০ টাকা।
LIC-র শেয়ার BSE-তে প্রথম দিনে☂ ৮৭২ টাকায় ক্লোজ হল। ইস্যু প্রাইস থেকে যা প্রꦰায় ৮% কম।
এলআইসির আইপিওয়ের স্তরের থেকে দর কমেছে। এর পিছনে বর্তমান বাজার পরিস্থিতিকে দায়ী করা হচ্ছে। তবে বিশেষজ্ঞ💖দের মতে শেয়ারটির মৌলিক বিষয়, অপারেটিং মেট্রিক্স স্থিতিশীল রয়েছে। তাছাড়া বাজারের অবস্থাটা সাময়িক। ফলে পুনরুদ্ধারের প্রত্যাশা প্রবল। এমনি স্বল্পকালীন মুনাফার জন্যও এখন এই শেয়ারে অনেকে আগ্রহ দেখাবেন।
এলআইসির স্টক প্রথম দিনে প্রায় ৭৬.৩০ টাকা পড়েছে। অꦇর্থাত্ ৮.০৪% কমেছে। ইন্ট্রাডে হাই ছিল ৯২০ টাকা। অন্য♏দিকে ইন্ট্রাডে লো ছিল ৮৬০.১০ টাকা।