শরীর থাকলে তা খারাপ হতেই পারে। আমরা যতটাই স্বাস্থ্য সচেতন হই না কেন, আমাদের অজান্তেই কোনও শারীরিক সমস্যা হতেই পারে। আর বর্তমান করোনা পরিস্থিতিতে একথা সকলেই আরও বেশি করে বুঝতে পাﷺরছেন। ফলে বর্তমানে স্বাস্থ্যবিমার প্রাসঙ্গিকতা আরও বেশি।
হাসপাতালে ভর্তি হলে যে তার একটা বড় অঙ্কের খরচ আছে, ত🍌া সকলেই প্রায় জাℱনেন। কিন্তু সে কথা মাথায় রেখে স্বাস্থ্য বিমা কিন্তু খুব বেশি মানুষ করেন না। তাই ঝুঁকি না নিয়ে সাধ্য মতো একটি স্বাস্থ্য বিমা করে রাখাই বুদ্ধিমানের কাজ।
এ সকল দিক মাথায় রেখেই নয়া স্বাস্থ্🧸যবিমা আনল এলআইসি (LIC) । নির্দিষ্ট কিছু রোগেﷺর ক্ষেত্রে এই বিমা কার্যকর হবে। আপনি ও আপনার পরিবার কভারেজের আওতায় পড়বেন।
বৈশিষ্ট্য:
পলিসি যিনি করাবেন, তাঁর স্ত্রী বা স্বামী, সন্𒊎তান ও মা-বাবা এই বিমার সুরক্ষার♔ আওতায় আসবেন। বাবা মায়ের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৬৫-র মধ্যে। সন্তানের ক্ষেত্রে ৩ মাস থেকে ২০ বছরের মধ্যে।
স্ত্রী ও মা-বাবা ৮০ বছর বয়স প꧑র্যন্ত পলিসি কভার পাবেন।
কোন কোন সুবিধা মিলবে?
- স্বাস্থ্য বিমা যেহেতু, তাই হাসপাতালে ভর্তি বা অপারেশনের খরচ মিলবে।
- বিভিন্ন ধরনের ফ্লেক্সিবেল প্রিমিয়ামের সুবিধা পাবেন। অর্থাত্ আপনার সাধ্য অনুযায়ী পলিসি বেছে নিতে পারবেন। এ বিষয়ে আপনার বিমা এজেন্টের সঙ্গে বিশদে আলোচনা করে নিতে পারেন।
- যদি একজন পলিসির নেন, সেক্ষেত্রে অপরজনের মৃত্যু হলে প্রিমিয়াম ওয়েভার দেওয়া হবে। অর্থাৎ পরের প্রিমিয়াম মকুব করে দেওয়া হবে।
- অ্যাম্বুলেন্স-এর খরচ মিলবে।