দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে ইতিহাস ভারতের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই মিসাইল পরীক্ষণকে 'বড় মাইলফলক' হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন, নতুন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের মধ্যে দিয়েই ভারত নতুন মাইলফলক ছুঁয়েছে। জানা গিয়েছে, শনিবার ওড়িশা উপকূলের ডঃ এপিজে আবদুল কালাম দ্বীপে এই মিসাইলের পরীক্ষা পরিচালনা করে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। উল্লেখ্য, অস্ত্রভাণ্ডারে হাইপারসনিক মিসাইল থাকা দেশের সংখ্যা বিশ্বে খুব একটা বেশি নেই। সাম্প্রতিক এই পরীক্ষার ফলে ভারত সেই তালিকায় নিজেদের নাম লেখাল। (আরও পড়ুন: কেমন দেখতে হতে পারে টিটাগড়ে তৈরি বন্দে ভারত স্লিপার ꦐট্রেন? ভাইরাল ছবি)
আরও পড়ুন: ভারতে প্রথম বুলেট ট্রেন তৈরি করা সং🥀স্থার হাত ধরেই লক্ষ্♉মীলাভ হবে বাংলার?
আরও পড়ুন: হাওড়া ব্রিজে সেলফি তুলতে গিয়ে বাধা পেয়েছেন? জানেন কেন ওখানে ছবি তꦆোলা নিষিদ্🌟ধ?
রিপোর্ট অনুযায়ী, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ভারতীয় সশস্ত্র বাহিনীর সেনা, বায়ুসেনা বা নৌবাহিনীর যে কেউ ব্যবহার করতে পারবে। এই মিসাইলটি বিভিন্ন পেলোড বহন করে ১৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলটি পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এটি তৈরি করতে হাত লাগিয়েছিল হায়দরাবাদের ডঃ এপিজে আবদুল কালাম মিসাইল কমপ্লেক্স। এছাড়াও ডিআরডিও-র অন্যান্য আরও ল্যাব এবং ইন্ডাস্ট্রি পার্টনারও সাহায্য করে এই হাইপারসনিক মিসাইল তৈরির ক্ষেত্রে। (আরও পড়ুন: এবার সরকারি কর্মীদের ন্যূনত বেতন বেড়ে হবে ৫১,৪৫১?🌱 বড় দাবি খোদ💫 JCM সচিবের)
আরও পড়ুন: টাকা মিলবে,কিন্তু… রাজ্য সরকারি কর🎐্মীদের বকেয়া DA নিয়ে বড় সিদ্ধান্ত অর্থ দফতরের
আরও পড়ুন: যাত্রীদের সুবিধা🌼র্থে এবার মেট্র💦োর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত, জানুন বিশদে...
প্রসঙ্গত, হাইপারসনিক🐓 ক্ষেপণাস্ত্র হল সেই মিসাইল, যেগুলি হাইপারসনিক গতিতে ভ্রমণ করে; অর্থাৎ, শব্দের গতির ৫ থেকে ২৫ গুণ বা প্রতি সেকেন্ডে প্রায় ১ থেকে ৫ মাইল। এই আবহে বিভিন্ন রেঞ্জের সিস্টেম ব্যবহার করেই নতু𒈔ন মিসাইলের পরীক্ষা সক্ষম হয়েছে। সাফল্য অর্জনের পর ডিআরডিও জানিয়েছে, ভারতের নতুন দূরপাল্লার মিসাইলটির বিভিন্ন দিক পরীক্ষা করা হয়েছে। এদিকে বিশেষজ্ঞদের দাবি, এই হাইপারসনিক অস্ত্রের প্রধান বৈশিষ্ট্য গতি নয়, বরং কয়েকশো কিলোমিটার দূরে থাকা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখঁতু ভাবে আঘাত হানার অন্যন্য ক্ষমতা। এদিকে যে কোনও ধরনের পেলোড বহন করতে পারায় এই মিসাইল আরও কার্যকরী। আশা করা হচ্ছে, পরীক্ষায় সাফল্য মেলায়, কয়েক দিনের মধ্যেই ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হতে পারে নতুন এই দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটিকে।