মার্কিন সেনেট সমলিঙ্গে বিবাহকে সুরক্ষা দিতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল। এই বিলে সমলিঙ্গে বিবাহ ও ইন্টাররেশিয়াল বিয়ের ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। সেনেটের সংখ্য়াগরিষ্ঠ পক্ষের নেতা চাখ স্কুমার জানিয়েছেন, এই বিলটি দীর্ঘদিন ধরে পড়েছিল। বৃহত্তর সমতা রক্ষার ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ।এই বিলে উল্লেখ করা হয়েছে, যে স্টেটে বিয়ে হয়েছে সেখানে যদি সেটা বৈধ হয় তবে দুজনের বিয়েকে স্বীকৃতি দেবে ইউএস ফেডেরাল গভর্নমেন্ট। মার্কিন মিডিয়া সূত্রে খবর, এই ধরনের বিয়েকে স্বীকৃতি দেওয়া হবে। গত জুলাই মাসেই এই বিলটি পাস করা হয়েছিল। তবে এটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সই করার অপেক্ষায় পড়ে ছিল। এদিকে এই বিল নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে এই বিলে সই করব। যদি হাউসে এটি পাস হয়ে থাকে। এই বিলের মাধ্যমে LGBTQ সম্প্রদায়কে সহায়তা করবে। তাঁরা নিশ্চিত হবেন যে তাঁরাও সুন্দর, পরিপূর্ণ সুখী জীবনযাপন করতে পারবেন। তাঁরা পরিবারও তৈরি করতে পারবেন। ইউনাইটেড স্টেটস একটি মৌলিক সত্যকে সামনে আনতে চাইছে যে, ভালোবাসা তো ভালোবাসাই হয়। যাকে তিনি ভালোবাসেন তাঁকে বিয়ে করার অধিকার আমেরিকানদের আছে। জো বাইডেন তাঁর বিবৃতিতে একথা উল্লেখ করেছেন।নিঃসন্দেহে এই উক্তি অনেকের কাছেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। এমনকী ১২জন রিপাবলিকান এই বিলে সমর্থন জানিয়েছেন। একটি যুগান্তকারী বিল এল আমেরিকায়। সেক্ষেত্রে এবার আর সমলিঙ্গে বিয়ের ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না আমেরিকায়। মার্কিন সেনেটে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পাস করা হল এই বিল। এতে বিশেষত LGBTQ সম্প্রদায় নতুন করে বাঁচার আলো দেখছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।