টানা দু'বার দাম বৃদ্ধির পর নয়া বছরে অপরিবর্তিত থাকল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। তবে গত মাসের শুরু থেকে ১৪.৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়েছে। গত বছরের ডিসেম্বরের শুরুতেই একধাক্কায় ৫০ টাকা ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। ১৫ ডিসেম্বর আবারও ৫০ টাকা দাম বেড়েছিল। তা নিয়ে আমজনতার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তারপর নয়া বছরের পয়লা তারিখে রান্নার গ্যাসের দামের অপরিবর্তিত রয়েছে। ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, জানুয়ারিতে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম পড়ছে ৭২০.৫০ টাকা। বাকি তিন মহানগরী - দিল্লি, চেন্নাই এবং মুম্বইয়েও ভর্তুকিহীন রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লি ও মুম্বইয়ে দাম পড়ছে ৬৯৪ টাকা। চেন্নাইয়ে ১৪.২ কেজি সিলিন্ডার কিনতে ৭১০ টাকা খরচ পড়বে। তবে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে সেই স্বস্তি মেলেনি। ১৯ কেজি ভর্তুকিহীন সিলিন্ডারের দাম দিল্লি, চেন্নাই এবং মুম্বইয়ে ১৭ টাকা বেড়েছে। কিন্তু কলকাতায় দাম ২২.৫ টাকা বৃদ্ধি পেয়েছে। গত ১৫ ডিসেম্বরেও এক দফায় দাম বাড়ানো হয়েছিল। ডিসেম্বরের শুরুতেও বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ১,৪১০ টাকা পড়ছে। দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে ভর্তুকিহীন ১৯ কেজি সিলিন্ডারের দাম পড়ছে যথাক্রমে ১,৩৪৯ টাকা, ১,২৯৭ টাকা এবং ১,৪৬৩ টাকা।