মহায্যুতি নাকি মহা বিকাশ আঘাড়ি? মহারাষ্ট্রে কুর্সিতে থাকবে কোন জোটের হাতে? আগামী শনিবার ভোটগণনার আগে আজ প্রাথমিক আভাস মিলল। ২৮৮টি আসনে ভোটগ্রহণ-পর্ব শেষ হ🦂ওয়ার পরই বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোলের ফলাফল সামনে আসতে শুরু করেছে।
২০২৪ সালের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা
১) পিপলস পালসের এক্সিট পোল অনুযায়ী, মহ🧔ায্যুতি ১৮২টি আসনে জিততে পারে। মহা বিকাশ আঘাড়ির ঝুলিতে যেতে পারে ৯৭টি আসন। অন্যান্যরা ন'টি আসনে জিততে পারে।
২) ম্যাট্রিজের এক্সি🦋ট পোল অনুযায়ী, বিজেপির নেতৃত্বাধীন মহায্যুতি ১৫০-১৭০টি আসনে জিততে পারে। মহা বিকাশ আঘাড়ি ১১০-১৩০টি আসনে জিততে পারে। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে আটটি থেকে ১০টি আসন।
৩) পি-মার্কের এক্সিট পোল অনুযায়ী, বিজেপি জোটের ঝুলিতে ১৩৭-১৫৭টি আসন যেতে পারে। কংগ্রেসের জোটের প্রাপ্ত আসনের সংখ্যা হতে পারে ১২৬-১৪৬। দুটি থেকে আটটি আসনে জি⛦ততে পারে অন্যান্যরা।
৪) নিউজ২৪ ও চাণক্যের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, মহায্যুতির🌼 ঝুলিতে ১৫২-১৬০টি আসন যেতে পারে। মহা বিকাশ আঘাড়ির ঝুলিতে যেতে পারে ১৩০-১৩৮টি আসন। অন্যান্যরা ছ'টি থেকে আটটি আসন পেতে পারে।
৫) টাইমস নাও ও জেভিসির সমীক্ষা অনুযায়ী, ১৫০-১৬৭টি আসনে জিততে পারে মহায্যুতি। ১০৭-১২৫টি আসনে জিত🐽তে মহা বিকাশ আঘাড়ি। অন্যান্যরা ১৩-১৪টি আসন জিততে পারে।
৬) লোকশাহি মারাঠি ও রুদ্রের বুথফেক সমীক্ষা অনুযায়ী, বিজেপ💜ি জোট জিততে পারে ১২৮-১৪২টি আসনে। কংগ্রেসের জোট ১২৫-১৪০টি আসনে জিততে পারে। ১৮-২৩꧃টি আসনে জিততে পারে
মহায্যুতি বনাম মহা বিকাশ আঘাড়ি- জোটের ইতিবৃত্ত
১) মহায্যুতি: বিজেপি, 🐠শিবসেনা (একনাথ শিন্ডে শিবির) এবং এনসিপি (অজিত পাওয়ার শিবির)।
২𝄹) মহা বিকাশ আঘাড়🐈ি: কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) এবং এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠী)।
২০১৯ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল
পাঁচ বছর আগে মহারাষ্ট্রের রাজনৈতিক পটভূমি সম্পূর্ণ আলাদা ছিল। শিবসেনা তখনও ভাঙেনি। তখনও ভাঙেনি✤ এনসিপি𒊎। সেই পরিস্থিতিতে ২৮৮টি আসনের মহারাষ্ট্রে একক বৃহত্তম দল হয়েছিল বিজেপি ১০৫। অবিভক্ত শিবসেনা ৫৬টি আসনে জিতেছিল। কংগ্রেস জিতেছিল ৪৪টি আসনে। আর অবিভক্ত এনসিপি ৫৪টি আসনে জিতেছিল।
২০১৯ সালের বুথফেরত সমীক্ষার আভাস
১) ইন্ডিয়া টুডে-অ্য🗹াক্সিসের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বিজেপি এবং শিবসেনা মিলিয়ে মহারাষ্ট্রে ১৬৬টি আসন থেকে ১৯৪টি আসনের♏ মধ্যে জিতবে। সেখানে কংগ্রেস এবং এনসিপি জোটের আসন সংখ্যা ৭২-৯০-র মধ্যে থাকবে।
🐠 ২) নিউজ১৮-আইপিএসওএসের এক্সিট পোলে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে বিজেপি এবং শিবসেনা মিলিয়ে ২৪৩টি আসন পাবে। আর ৪১টি আসন পাবে কংগ্রেস ও এনপিসির জোট।
৩) এবিপি নিউজ এবং সি ভোটারের বুথফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছিল যে বিজেপি এবং শিবসেনার ঝুলিতে মোট ২০৪টি আসন থাকবে। আর এনসিপি🌠 এবং কংগ্রেস জোটের ঝুলিতে মোট ৬৯টি আসন যেতে পারে।
𝕴 ৪) রিপাবলিক ও জন কি বাতের এক্সিট পোলে ইঙ্গিত দে♔ওয়াা হয়েছিল যে বিজেপি এবং শিবসেনার মিলিত আসন সংখ্যা ২১৬-২৩০-র মধ্যে থাকতে পারে। আর কংগ্রেস এবং এনসিপির ঝুলিতে যেতে পারে ৫২-৫৯টি আসন।
৫) টাইমস নাওয়ের বুথফেরত সমীক্ষায় আভাস দেওয়াജ হয়েছিল যে ইউপিএ (কংগ্রেস এবং এনসিপি) জোটের ঝুলিতে ৪৮টি আসন যেতে পারে। বিজেপি এবং শিবসেনার মোট আসন সংখ্যা ঠেকতে পারে ২৩০-তে।
আরও পড়ুন: Lottery Scam: বাংলায় লটারি🎃 থেকে ল🧸ুঠ! টাকা বিনিয়োগ মুম্বইতে, তদন্তে নেমে আর কী পেল ইডি?
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ইতিবৃত্ত
মহারাষ্ট্রে মোট বিধানসভা আসনের সংখ্যা♑ হল ২৮৮। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ১৪৫। মহারাষ্ট্রের রাজনৈতিক ম♌ানচিত্রকে বৃহদাকারে ছ'টি ভাগে বিভক্ত করা হয়। সেগুলির মধ্যে বিদর্ভ এবং মারাঠাওয়াড়াকে সবথেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অনেকেই বলে থাকেন যে ‘গেটওয়ে অফ মুম্বই’ হল বিদর্ভ এবং মারাঠাওয়াড়া।
১) কোঙ্কন (৩৯টি আসন)।
২) পশ্চিম মহারাষ্ট্র (৭০টি আসন)।
৩) উত্তর মহারাষ্ট্র (৩৫টি আসন)।
৪) মারাঠাওয়াড়া (৪৬টি আসন)।
৫) বিদর্ভ (৬২টি আসন)।
৬) মুম্বই (৩৬টি আসন)।