মন্দিরের পাশের দিঘি থেকে নর কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ত্রিপুরার বিখ্যাত ত্রিপুরেশ্বরী মন্দির লাগোয়া একটি দিঘি থেকে এই নর কঙ্কাল উদ্ধার হয়েছে। খবর পেয়ে সেখানে ছুটে যায় স্থানীয় থানার পুলিশ। কীভাবে সেখানে নর কঙ্কাল এল তা নিয়েꦕ জোর চর্চা শুরু হয়েছে। কেউ কঙ্কাল সেখানে ফেলে দিয়েছিল? নাকি খুন করা হয়েছিল? তা খতিয়ে দেখছে পুলিশ। কঙ্কালটিকে উদ্ধার করে ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সꦑেপটিক ট্যাঙ্ক খুলতেই কঙ্কালের হাত, মহিলার ♔শরীর! হাড়হিম ঘটনা নরেন্দ্রপুরে
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশেই কল্যাণ সাগর 💟নামে দিঘি রয়েছে। সেই দিঘিতেই প্রথমে কঙ্কালের মতো কিছু একটা ভাসতে দেখেন স্থানীয়রা। তাতে সন্দেহ হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে রাধাকিশোরপুর থানার পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে জানতে পারে কঙ্কালটি মানুষের। কে বা কারা নরকঙ্কাল ফেলে গেল? তা খতিয়ে দেখা হচ্ছে।
এলাকার প্রধান মন্টু চন্দ্র দাস জানিয়েছেন, যে কঙ্কালটি উদ্ধার হয়েছে সেটি হল নর কঙ্কাল। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। অন্যদিকে, মন্দিরের মতো পবিত্র জায়গার পাশেই নর কঙ্কাল উদ্ধার নিয়ে উঠেছে প্রশ্ন। মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী জানিয়েছেন, ‘আমি খবর পেয়ে মন্দিরে ছুটে আসি। দেবীর কাজে বা পুজোর জন্য এই দিঘির জল ব্যবহার করা হয়ে থাকে। যদি এটি মানব কঙ্কাল হয়ে থাকে তাহলে ধর্মীয় মতে কল্যাণ সাগরকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ না করা পর্যন্ত দেবীর কাজে এই জল ব্যবহার করা যাবে না।’ এদিন এই ঘটনাকে কেন্দ্র করে📖 এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাধাকিশোরপুর থ💛ানার পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে। কীভাবে সেখানে কঙ্কাল এল তা খতিয়ে রাখা হচ্ছে। তাছাড়া এই কঙ্কালটি কার তা জানার চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে খুনের ঘটনা জড়িত রয়েছে কিনা তা নিয়েও তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।