বুধবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। শুরুর দিনেই দিল্লিতে তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করে দলের রণকৌশল ঠিক করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল সাংসদ সৌগত রায়ের দিল্লির বাংলোতে বৈঠ🉐ক হয়েছে। ওই বৈঠকে শীতকালীন অধিবেশনে সংসদীয় দলের কৌশল নিয়ে আলোচনা করার পাশাপাশি দলের সাংসদদের কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় ꧅সাংসদদের তিনি সাফ নির্দেশ দিয়েছেন চলতি অধিবেশনে সাংসদদের কোনওভাবেই গরহাজির থাকা চলবে না। প্রতিটি সাংসদকে প্রতিদিন অধিবেশনে উপস্থিত থাকতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মমতা।
সৌগত রায়ের বাংলোয়𒁏 বৈঠকে দলীয় সাংসদরা উপস্থিত থাকলেও তাতে ডাকা হয়নি শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে। তারকা সাংসদ দেব ব্যক্তিগত কারণ দেখিয়ে বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। তবে দলের বাকি সাংসদরা বৈঠকে উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে কী কী বিষয় নিয়ে বিজেপির উপর চাপ সৃষ্টি করা যায় তা নিয়ে আলোচনা করেন তৃণমূল সুপ্রিমো। তিনি ছাড়াও ছিলেন দলের সেকেন্ডে ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে প্রতিটি সাংসদকে প্রত্যেকদিন অধিবেশনে উ♈পস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। বেশি সংখ্যায় সাংসদরা অধিবেশনে উপস্থিত থাকলে সেক্ষেত্রে বিজেপির ওপর আরও জোরদার চাপ তৈরি করা যাবে বলে মনে করছে তৃণমূল।
চলতি অধিবেশনে ১৬ টি নতুন বিল আনার কথা রয়েছে কেন্দ্রের। যার মধ্যে রয়েছে বন সংরক্ষণ, বিদ্যুৎ বিল, সমবায় বিল, তথ্য সংরক্ষণ বিল, ক্যান্টনমেন্ট বিল প্রভৃতি। সে ক্ষেಌত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, ‘কেন্দ্র এমন কিছু বিল নিয়ে আসছে যেগুলি রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করা হচ্ছে। যেমন বিদ্যুৎ বিল, সমবায় বিল, তথ্য সংরক্ষণ বিল।’ এসব বিলের বিরোধিতা করতে চলেছে তৃণমূল। পাশাপাশি রাজ্যকে অর্থ বরাদ্দ নিয়েও কেন্দ্রকে চাপে ফেলতে চলেছে তৃণমূল কংগ্রেস।