মোদী বাইডেনের বৈঠকের পরে যে তথ্য সামনে এসেছে তা চমকে দেওয়ার মতো। কলকাতায় তৈরি হবে সেমিকন্ডাক্টর ফ্যাব ইউনিট। কলকাতার জন্য নিঃসন্দেহে বড় আশার কথা।🍒 এনিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লিখেছেন, এটা একটা ভালো খবর। কলকাতা সেমিকন্ডাক্টর ফ্য়াব ইউনিট পেতে চলেছে। আমি আশা করছি মমতা বন্দ্যোপাধ্য়ায় এই সুযোগটাকে নষ্ট করে দেবেন না। ঠিক যেমন যেগুলিতেই তিনি হাত দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র🎃 মোদী আর মার্কিন প্রেসিডেন্ট একটি নতুন সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট তৈরির ব্যাপারে কথা বলেছেন। মূলত অ্য়াডভান্সড সেন্সিংয়ের উপর এক্ষেত্রে ফোকাস করা হচ্ছে। যোগাযোগ, পাওয়ার ইলেকট্রনিক্সের উপর এটি কা🌠জ করবে। জাতীয় সুরক্ষার ক্ষেত্রে এটা প্রয়োজনীয়। পরবর্তী প্রজন্মের টেলিকমিউনিকেশন, গ্রিন এনার্জি অ্যাপলিকেশনের উপর এটা কাজ করবে।
এই প্ল্যান্টটি স্থাপন করা হবে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের সহায়তায়। সেই সঙ্গেই প্রযুক্তিগত অংশীদারিত্ব থাকবে ভারত স𒉰েমি, থার্ডটেক, ইউএস স্পেস ফোর্সের সহযোগিতায়। গ্লোবাল ফাউন্ডারিজ কলকাতা পাওয়ার সেন্টার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশ্চিত করতে হবে যে এই প্রকল্পটি যে তাঁর সরকার আর দলের দখলে চলে না൲ যায়। পশ্চিমবঙ্গ আর এই ক্ষতি মানতে পারবে না। লিখেছেন অমিত মালব্য।