বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ঘুষি মারার চেষ্টা করল এক যুবক। ওই যুবককে পাকড়া✱ও করে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দ⭕ায়িত্বে থাকা আধিকারিকরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন: মতুয়া মেলা নিয়ে রাজনীতি তুঙ্গে, ভার্চুয়ালি হাজির থাকবেন মোদী, ছুটি ঘোষণা র𓄧াজ্যের
'হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাই♌ভ হিন্দুস্তান'-র প্রতিবেদন অনুযায়ী, পাটনা জেলার বখতিয়ারপুরে একটি মূর্তিতে মাল্যদান করছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। সেইসময় মঞ্চে উঠে নীতিশকে ঘুষি মারার চেষ্টা করে এক যুবক। দ্রুত ওই যুবককে সরিয়ে দেওয়া হয়। মঞ্চে রীতিমতো হুলুস্থুলু পড়ে যায়। পরে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় যুবককে। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সেই ঘটনার একটি ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, নীতিশের নিরাপত্তায় থাকা আধিকারিকদের মতোই সম্ভবত একটি জামা পড়ে আছে ওই যুবক। মুখ্যমন্ত্রী যখন মঞ্চে উঠে পড়েছেন, তখন ওই যুবক হুড়মুড়িয়ে এগিয়ে আসছে। কেউ সেদিকে প্রথমে পাত্তꦇা দেয়নি। বিনা বাধায়ꦑ মঞ্চে উঠে পড়ে ওই যুবক। তারপর নীতিশের দিকে এগিয়ে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রীকে আক্রমণের চেষ্টা করে। বিষয়টি নজরে আসতেই সরিয়ে দেন নিরাপত্তা আধিকারিকরা।
আরও পড়ুন: মমতাকে ভোট দি🅷য়ে কী পেলেন? রাজ্যের সংখ্যালঘুদের প্রশ্ন শ🉐ুভেন্দুর
তবে এই প্রথম নীতিশের সঙ্গে এরকম কাণ্ড ঘটল না। ২০২০ সালের নভেম্🤡বরে মধুবনী জেলায় নির্বাচনী প্রচারের সময় তাঁকে লক্ষ্য করে পেঁয়াজ ছোড়া হয়েছিল। প্রাথমিকভাবে সেই ঘটনায় হকচকিয়ে গিয়েছিলেন নীতিশ। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে ঘিরে দাঁড়ানোর মধ্যেই নীতিশ বলেছিলেনꦿ, 'আরও ছোড়ো।'