ঝগড়া শুরু হয়েছিল ছাদে শোওয়াকে কেন্দ্র করে। আর সেই ঝগড়া যে মুহূর্তে এতটা চরম পর্যায়ে পৌঁছে যাবে, তা কেউ আগে বুঝতেও পারেননি। সুরাতের সত্যনগর সোসাইটিতে রামানুজের বাড়িতে এই ঝগড়াকে কেন্দ্র করেই ঘটে গেল খুনের ঘটনা। ঘটনার জেরে মৃত্যু হয়েছে অভিযুক্ত রামানুজের মেয়ের।মেয়ে ছাদে শোবে কি না, তা নিয়ে ছিল বচসা। সেই বচসার মধ্যে পড়ে যান রামানুজের স্ত্রী। স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া চলতে চলতে, অভিযুক্ত রামানুজ তাঁর স্ত্রীকে মারধর করতে উদ্যত হন। বাড়িতে সকল সদস্যদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। হাতাহাতির পর্যায়ে এমন জায়গায় যায়, যে মাকে বাঁচাতে রামানুজের মেয়েরাও ময়দানে নামে। সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে হাতাহাতি শুরু হয় তার। তখনই বাবার মারধর থেকে মাকে রক্ষা করতে উদ্যত হয় রামানুজের সন্তানরা। এদিকে, সন্তানদের ওপরও রাগের বশে চড়াও হয় রামানুজ। তখনই ক্ষিপ্ত রামানুজের হাত থেকে বাঁচতে তার এক মেয়ে অন্য ঘরে লুকিয়ে পড়তে যায়। তার পিছনে দৌড়য় রামানুজ। শেষে ওই মেয়েকে ২৫ বার ছুরি দিয়ে কোপাতে থাকে সে। অভিযুক্ত রামানুডের এই গোটা কীর্তির সিসিটিভি ভিডিয়োয় ধরা পড়েছে। তার ভিত্তিতে রামানুজকে গ্রেফতার করেছে পুলিশ।সিসিটিভিতে দেখা যাচ্ছে, রাত ১১.২০ মিনিট নাগাদ স্ত্রীর ওপর ছুরি দিয়ে হামলা চালাতে যায় রামানুজ। সন্তানদের সামনেই চলতে থাকে মারধর। এদিকে, এক মেয়েকে খুন করার পর বাকিরা তাদের মায়ের কাছে ছুটে যায়। তখনই বাকি সন্তানদেরও মারতে উদ্যত হয় রামানুজ। তারা ওই ছুরিকাঘাতে আহত হয়। গোটা ঘটনায় অভিযুক্ত রামানুজকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় পুলিশের তদন্তে লিড করছেন আরকে প্যাটেল। তিনি বলছেন, অভিযুক্ত গ্রেফতার হয়েছে। তার স্ত্রীয়ের বয়ানের ভিত্তিতে লাগু হয়েছে কেস।এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup