দিল্লি পুরসভায় আম আদমি পার্টি কাউন্সিলর ভাঙাল বিজেপি। এই আবহে পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাল অরবিন্দ কেজরিওয়ালের দল। ২০২৪ সালের নভেম্বর থেকেই দিল্লি পুরসভায় আপ কাউন্সিলরদের ভাঙাতে শুরু করেছিল গেরুয়া শিবির। আর কয়েকদিন আগে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে জয়ের পর বড় চাল দিল পদ্ম বাহিনী। ১৫ ফেব্রুয়ারি একসঙ্গে ৩ আপ কাউন্সিলরকে দলে টেনেছে বিজেপি। এরই সঙ্গে অঙ্কের নিরিখে দিল্লি পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ঝাড়ু শিবির। রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রুজ গঞ্জ ওয়ার্ডের অনিতা বাসোয়া, হরি নগরের নিখিল ছাপরানা, আরকে পুরমের ধরমবীর আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের বক্তব্য, প্রধানমন্ত্রী মোদীর উন্নয়নের দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। এদিকে বিজেপির বক্তব্য, দিল্লির মানুষ এবার ট্রিপল ইঞ্জিন সরকার পাবে। (আরও পড়ুন: পদপিষ্ট কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে মুখ খুললেন 🎃প্রত্যক্ষদ💞র্শী IAF সারজেন্ট)
আরও পড়ুন: একজন পা পিছলে পড়ার জেরে𓆉ই পদপিষ্ট হয়ে মৃত ১৮? নয়াদিল্লি কাণ্ডে রেলের যুক্তি…
আরও পড়ুন: দ্বিতীয়𓄧 দফায় মার্কিন বিমানে ভারতে ফিরলেন ১১৯ জন অবৈধবাসꩲী, কোন রাজ্যের কতজন এলেন?
২০২২ সালের ডিসেম্বরে এমসিডি নির্বাচনের পরে বিজেপির কাউন্সিলর সংখ্যা ছিল ১০৪। তবে বর্তমানে একাধিক কাউন্সিলরের দলবদলের পরে গেরুয়া শিবিরে কাউন্সিলরের সংখ্যা বেড়ে ১১৬ হয়েছে। এদিকে আম আদমি পার্টির কাউন্সিলর সংখ্যা যেখানে ১৩৪ ছিল, সেখানে তা কমে ১১৪ হয়েছে। এদিকে এখন ১২টি ওয়ার্ড খালি আছে। এদিকে বর্তমানে দিল্লি পুরসভার মেয়র পদে রয়েছেন মহেশ কুমার। তিনি আম আদমি পার্টির সদস্য। মার্চ মাসে তাঁর মেয়াদ শেষ হবে। তার আগে সামান্য সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজেপির সেই অর্থে লাভ নেই। তবে এপ্রিল মাসে ফের দিল্লি পুরসভায় মেয়র পদে ভোটাভুটি হবে। তখন নিজেদের সংখ্যার জোর দেখিয়ে কুর্সি দখল করতে পারবে বিজেপি। (আরও পড়ুন: 'আধঘণ্টা প✅রে পাই বোনকে, ততক্ষণে ও মরে গিয়েছে... রেললাইন পার কܫরে দেহ নিয়ে যাই')
আরও পড়ুন: '১৩তম বাচ্চার' জন্ম নিয়ে ইলনের প্রথম প্রতিক্রিয়া, 'মাস্কের🔴 সন্তানের মা' বললেন…
উল্লেখ্য, দিল্লি মেয়র নির্বাচনে ভোটাধিকার রয়েছে নির্বাচিত ২৫০ কাউন্সিলর, ১৪ জন বিধায়ক এবং ১০ জন সাংসদের। এর আগে ২০২২ সালের পুর নির্বাচনে আম আদমি পার্টিকে কড়া টক্কর দিলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটা দূরেই থমকে গিয়েছিল বিজেপি। প্রসঙ্গত, দীর🐻্ঘ ১৫ বছর ধরে দিল্লি পুরনিগম দখলে ছিল বিজেপির। এতবছর অবশ্য দিল্লি পুরনিগম তিন ভাগে বিভক্ত ছি🌺ল। ২০১২ সালের পর এই প্রথম ফের অভিবক্ত দিল্লি পুরনিগমের ভোট হয়। আর এই প্রথম পুরনির্বাচনে বিজেপিকে পিছনে ফেলে দেয় আম আদমি পার্টি। ২৫০ ওয়ার্ডের দিল্লি পুরসভায় আম আদমি পার্টি জিতেছিল ১৩৪টি ওয়ার্ড। বিজেপির ঝুলিতে গিয়েছিল ১০৪টি ওয়ার্ড। এদিকে লেফটেন্যান্ট গভর্নর ১০ জনকে মনোনীত করেছেন। এদিকে ইলেক্টোরাল কলেজে আম আদমি পার্টির কাছে ১৫০ জনের সমর্থন ছিল তখন। অপরদিকে বিজেপির সঙ্গে সমর্থন ছিল ১১৩ জনের। তবে বিধানসভা ভোটের পরে সেই অঙ্ক পালটে গিয়েছে।