ভারতীয় রেলওয়ের 'অক্সিজেন এক্সপ্রেস' তিনদিনের ব্যবধানে আরও ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে৷ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, গতবারের মতো এবারও দশটি কন্টেইনারে ২০০ মেট্রিকটন তরল অক্সিজেন (এলএমও) আনা হয়েছে৷ বুধবার সকালে ট্রেনটি পৌঁছায়৷ স্টেশনে খালাস করে এই অক্সিজেন ঢাকায় নেওয়া হবে৷এর আগে ভারত থেকে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে শনিবার রাতে (২৪ জুলাই) বেনাপোল বন্দরে পৌঁছায় ‘অক্সিজেন এক্সপ্রেস'৷ সেখানে আমদানি সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করে রবিবার বেলা ১১টার দিকে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়৷ বাংলাদেশে সরকারি সহায়তায় করোনাভাইরাস মোকাবিলায় ঠিকাদারি প্রতিষ্ঠান লিনডে এই অক্সিজেন আমদানি করছে৷ভারত অক্সিজেন পরিবহনে ২০২১ সালের ২৪ এপ্রিল এই বিশেষ ট্রেন পরিসেবা চালু করে৷ ভারতে মহামারির দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন সংকট দেখা দিলে সেখান থেকে অক্সিজেন রফতানি বন্ধ ছিল৷ করোনা পরিস্থিতির উন্নতি হলে ৫ জুলাই আবার অক্সিজেন পাঠানো শুরু করে৷