অসম ও মিজোরাম, পরস্পর প্রতিবেশী দুই রাজ্যে। কিন্তু সেই দুই রাজ্যের মধ্যে আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা মিটছে না কিছুতেই। বার বার আলোচনা হয়েছে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে আলোচনায় বসলেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। আপাতত উভয়ই সিদ্ধান্ত নিয়েছে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে তারা সব রকম উদ্য়োগ নেবে। অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, উভয় রাজ্য সরকার রাজনৈতিকস্তরে দুটি টিম তৈরি করবে। তারপর স্থায়ী সমাধানের জন্য দুপক্ষই আলোচনায় বসবেন। অসম ও মিজোরাম, পরস্পর প্রতিবেশী দুই রাজ্যে। কিন্তু সেই দুই রাজ্যের মধ্যে আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা মিটছে না কিছুতেই। বার বার আলোচনা হয়েছে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে আলোচনায় বসলেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। আপাতত উভয়ই সিদ্ধান্ত নিয়েছে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে তারা সব রকম উদ্য়োগ নেবে। অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, উভয় রাজ্য সরকার রাজনৈতিকস্তরে দুটি টিম তৈরি করবে। তারপর স্থায়ী সমাধানের জন্য দুপক্ষই আলোচনায় বসবেন। |#+|সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন , সিএম লেভেলেও দুপক্ষের মধ্যে মাঝেমধ্য়েই আলোচনা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতেই এব্যাপারে কথাবার্তা হয়েছে। সব দিকে নিয়ে আলোচনা হয়েছে। উভয় সরকারই সিদ্ধান্ত নিয়েছে বর্ডারে শান্তি বজায় রাখতেই হবে। তাছাড়া অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে সবদিক বিবেচনা করতে হবে। এদিকে বৃহস্পতিবার রাতে মিজোরামের মুখ্যমন্ত্রীকে দিল্লির বাসভবনে আমন্ত্রন জানিয়েছিলেন অসমের মুখ্য়মন্ত্রী। সীমান্তের সমস্য়া নিয়ে তখনই দুপক্ষের মধ্যে আলাপ আলোচনা হয়। এরপর মিজোরামের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দুপক্ষের মধ্যে আন্তরিক কথাবার্তা হয়েছে। মিজোরামের মুখ্যমন্ত্রী তখনই জানিয়েছিলেন, আমরা ভাইয়ের মতো। আর অসমের মুখ্য়মন্ত্রী জানিয়েছিলেন,আমরা ভালো বন্ধু। আমরা একসঙ্গে নৈশভোজ করেছি। এরপরই এদিন অমিত শাহের সঙ্গে আলোচনায় মিলিত হলেন দুপক্ষই।