ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবা কার্যত যেকোনও বড় শহরের ক্ষেত্🐓রে লাইফলাইন। আর সেই সময় যদি মেট্রোতে বিভ্রাট হয়ে যায়, তাহলে সমস্যা বেড়ে যেতে থাকে। সদ্য গাজিপুরে হাইভোল্টেজ তারে চিলের ধা💜ক্কা ঘিরে বিভ্রাট হয় মেট্রো পরিষেবায়। সদ্যই যমুনা ব্যাঙ্ক থেকে ইন্দপ্রস্থ যেতে গিয়ে মেট্রো লাইনে সমস্যা তৈরি হয় চিলের আনাগোনা ঘিরে। প্রশ্ন উঠছে কী কারণে এলাকায় এত চিল?
উল্লেখ্য, দেখা গিয়েছে, যে এলাকায় মেট্রো পরিষেবাতে সমস্যা হচ্ছে, সেখানে একটি কসাই খানা রয়েছে। আর তার পাশে আবর্জনার স্তূপও রয়েছে। এছাড়াও এই খাবারের টানের পাশাপাশি যমুনার জলে তেষ্টা মেটাতেও চিলের আনাগোনা দেখা গিয়েছে। এদিকে, মেট্রো লাইনে চিনের আনাগোনা রুখতে একাধিক বন্দোবস্ত নেওয়া হচ্ছে। ২০১৭ সালে জার্মান প্রযুক্তিতে তৈরি করা স্পাইক্স ডিস্ক দিয়ে চিলের আনাগোনার সমস্যা কাটানোর চেষ্টা হলেও , তা খুব একটা কার্যকরি হচ্ছে না। কন্ডোমের প্যাক🅰েটের দাম সোনার গয়নার মূল্যকে টক্কর দিচ্ছ♍ে! হু হু করে কেন বাড়ল দাম