জয়শ্রী নন্দী
মোটামুটি গত ১ জুন দেশে বর্ষা এসে গিয়েছে। আর পরিসংখ্যান বলছে বর্ষার প্রথম ১৫দিনে পꦺ্রায় ৩২ শতাংশ ঘাটতি। আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার মৌসুমী বায়ুর পূর্বদিকের অংশটি অন্তত তিন চারদিন দেরিতে এসেছে। তবে পশ্চিম দিকের অংশটি স্বাভাবিক সময়েই এসেছে।
এদিকে পরিসংখ্যান বলছে, দক্ষিণ উপকূলীয় এলাকায় অন্তত ৩৬ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। মধ্যভারতে বৃষ্টির ঘাটতি রয়েছে প্রায় ৬৫ শতাংশ। উত্তর পশ্চিম ভারতে ঘাটতি প্রায় ৭৭ শতাংশ আর পূর্ব ও উত্তর পূর্বের কিছু এলাকায়💞 আবার অন্য় ছবি। সেখানে এই সময়কালের মধ্য়ে প্রায় ১৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। কেরলে বৃষ্টির ঘাটতি ৫৯ শতাংশ, কর্ণাটকে ৩৪ শতাংশ, তেলেঙ্গানাতে ২৩ শতাংশ, মণিপুরে ৫০ শতাংশ, মিজোরামে ৪৬ শতাংশ ও ত্রিপুরায় ৩৮ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে।
আইএমডির ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র জানিয়েছেন, এবার গত ১৫ দিনের স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হয়েছ🌠ে। তবে পশ্চিমবঙ্গ, উতꦚ্তর পূর্বের রাজ্যগুলিতে সিকিমে ভালো বৃষ্টি হয়েছে। তবে এবার বৃষ্টি বাড়তে শুরু করেছে। ঘাটতির পরিমাণ ক্রমে কমছে। এবার লি নিনা পরিস্থিতি একেবারে ঋতূর শেষ পর্যন্ত থ♚াকবে। এর জেরে এবার দেশে ভালো বর্ষা হবে।
বৃহস্পতিবার আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর আরব সাগর, গুজরাত, পুরো কেন্দ্রীয় মহারাষ্ট্র, দক্ষিণ মধ্যপ্রদেশ, ꧃বিদর্ভের কিছু এলাকা গোটা তেলেঙ্গানা, দক্ষিণ ছত্তিশগড়ের কিছু এলাকা, দক্ষিণ ওড়িশা, অন্ধ্রের উপকূল, পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বর্ষা এগোতে শুরু করেছে।