দল যদি আমাকে কার্পেট পাততে বলে তবꦜে সেটাই করব দেশের স্বার্থে। জানিয়ে দিলেন মধ্যপ্রদেশ🍷ের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিজেপির সংসদীয় বোর্ড থেকে সম্প্রতি বাদ দেওয়া হয়েছে। এরপরই জল্পনা শুরু হয় তবে কি এবার মুখ্য়মন্ত্রীর চেয়ারেও নতুন মুখ চাইছে বিজেপি?
মুখ্যমন্ত্রী 💙জানিয়েছেন, বিজেপি একটা বড় পরিবার। কেন্দ্রীয় স্তরে একটি টিম🅘 রয়েছে। তারা ঠিক করেন কাকে কী কাজ করতে হবে। যেমন আমরা রাজ্যে ঠিক করি। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সংসদীয় বোর্ডে যাঁদের যুক্ত করেছেন তাঁরা যোগ্য। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সবটা মাথায় রাখতে হয়েছে।
তিনি বলেন, আমার কোনও অসন্তোষ নেই। যদি দল আমাকে কার্পেট পাতার কাজ দেয়, তবে দেশের স্বার্থে সেটাও করব। যদি দল বলে গ্রামের বাড়িতে থাকতে তবে সেখানেই থাকব। যদি দল ভূপালে থাকতে বলে তবে সেখানেই থাকব। রাজনীতিতে কোনও ব্যক্তিগত উচ্চাকাঙ্খা বলে কিছু থাকে না। টিভি চ্যানেলের একটি ꦏঅনুষ্ঠান❀ে একথা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
এদিকে মধ্য🐎প্রদেশের মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের মুখপাত্র নরেন্দ্র সালুজা জানিয়েছেন, পঞ্চায়েত ভোটে হেরে যাওয়ার পরে বিজেপির এটাই ভবিষ্যৎ পরিকল্পনা যে কার্পেট পাততে হবে আর গ্রামে ফিরে যেতে হবে।