লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। সেক্ষেত্রে তারা সংখ্যালঘু হয়ে পড়েছে জাতীয় রাজনীতির অলিন্দে। কিন্তু শরিকদের সহায়তায় তৈরি হচ্ছে এনডিএ সরকার। এখন আর এটা বিজেপি বা মোদী সরকার বলা যাবে না। সারা দেশেই ফল খারাপ হয়েছে বিজেপির। কিন্তু ভাল ফল হয়েছে ইন্দোরে। এই আবহে আজ, রবিবার সন্ধ্যায় শপথ নেবেন নরেন্📖দ্র মোদী। আর মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এক অজ্ঞাতপরিচয়ের মহিলার দেহ উদ্ধার হয়েছে। সেটাও আবার একটি ব্যাগ থেকে। ট্রেন থেকে জিআরপি ওই ব্যাগ উদ্ধার করেছে। ব্যাগের ভিতর মহিলার দেহ দু’টুকরো করে রাখা ছিল। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে।
এদিকে জিআরপি সূত্রে খবর, ট্রেন থেকে দুটি ব্যাগ উদ্ধার হয়। ওই দুটি ব্যাগে মহিলার দেহ দু’টুকরো করে রাখ✅া ছিল। যদিও ওই মহিলার দেহ থেকে হাত ও পা মেলেনি। পুলিশ অনুমান করছে, ওই মহিলাকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে। শনিবার রাতে এটা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ট্রেন সাফাইকর্মী এই ব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। আম্বেদকর নগর–ইন্দোর প্যাসেঞ্জার ট্রেনে এই ঘটনা ঘটেছে। জিআরপি’র স্টেশন ইনচার্জ সঞ্জয় শুক্লা গোটা ঘটনাটি জানান। এখন তদন্ত শুরু হয়েছে। এই অজ্ঞাতপরিচয়ের যুবতীর বয়স সর্বোচ্চ ২৫ বছর হবে। তাই ধর্ষণ করে খুন করার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: শিল্প–চাষ এখন হয় না সিঙ্গুরের জমিতে, তবু লোকসভা নির্বাচনে💃 এগিয়ে তৃণ🔜মূলই, কোন অঙ্কে?
অন্যদিকে এই ঘটনা নিয়ে এখন মানুষের মনে আতঙ্কের ছাপ পড়েছে। যুবতীর হাত পা না মেলায় আতঙ্ক আরও বেড়েছে। এখন খোঁজ করা হচ্ছে কোনও থানায় নিখোঁজের অভিযোগ জমা পড়েছে কিনা। জিআরপি’র স্টেশন ইনচার্জ সঞ্জয় শুক্লা বলেন, ‘ওই যুবতীর দেহের উপরের অংশ মিলেছে ট্রলি ব্যাগ থেকে। সেখানে মাথা থেকে দেহের মাঝ বরাবর অংশ মেলে। আর তারপর থেকে নীচের অংশ মেলে একটি প্লাস্টিক ব্যাগ থেকে। কিন্তু হাত আর পা সেখানে ছিল না।’ এই খবর প্রকাশ্যে আসতেই বাকরুদ্ধ হয়ে পড়েন এলাকার মানুষজন। কার দে🅺হ? তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।