মুসলিম পুরুষদের বহুবিবাহ নিয়ে গুরুত্বপূর্ণ রায় 🅘দিল বম্বে হাইকোর্ট। আদালত এক রায়ে জানিয়েছে, একজন মুস𒁃লিম পুরুষের বহুবিবাহে কোনও আইনি বাধা নেই। ১৯৯৮ সালের মহারাষ্ট্র রেগুলেশন অফ ম্যারেজ ব্যুরোস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ ম্যারেজ অ্যাক্টের অধীনে মুসলিম পুরুষরা একাধিক বিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। বিচারপতি বিপি কোলাবাওয়াল্লা এবং বিচারপতি সোমশেখর সুন্দরেশানের বেঞ্চ বলছে, মুসলিম পুরুষদের বহুবিবাহ মুসলিম পার্সোনাল ল - এর অধীনে অনুমোদিত।
আরও পড়ুন: অসমে মুসলিম বিবাহ সরকারি খাতায়🤪 তোলা বাধ্যতামূলক, বিল পাশ হ🍌ল বিধানসভায়
আদালত বলেছে, এই সব ক্ষেত্রে রেজিস্ট্রারকে নিশ্চিত করতে হবে যে বিবাহ মুসলিম পার্সোনাল ল-এর অধীনে হচ্ছে কিনা। এই আইনের অধীনে একজন মুসলিম পুরুষ একবারে ৪ জন স্ত্রী রাখার অধিকারী। প্র✃সঙ্গত, থানে পুরসভা এলাকার এক মুসলিম ব্যক্তির করা মামলায় এই রায় দিয়েছে হাইকোর্ট। মামলার বয়ান অনুযায়ী, ওই ব্যক্তি ইতিমধ্যেই দুটি বিয়ে সেরে ফেলেছেন। এরপর আলজেরিয়ার এক মহিলাকে ফের বিয়ে করেন তিনি। তবে থানে পুরসভা ওই ব্যক্তির তৃতীয় বিয়ে রেজিস্ট্রি করতে অস্বীকার করে। পুরসভার তরফে জানানো হয়, দম্পতি প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করতে ব্যর্থ হয়েছে এবং যুক্তি দিয়েছে যে আইন শুধুমাত্র মুসলিম পুরুষদের জন্য একক বিবাহ নিবন্ধনের অনুমতি দেয়। এরপরেই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন দম্পতি।
শুনানির সময়, দম্পতির আইনজীবী পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে, পুরসভার আইনজীবী জানানꦯ, দম্পতি পরিচয় এবং জন্ম প্রমাণ সহ প্রয়োজনীয় নথি জমা দেননি। তবে, আবেদনকারীদের আইনজীবী দাবি করেছেন, যে সমস্ত প্রয়োজনীয় নথি সরবরাহ করা হয়েছে। আদালত জানায়, যদি আমরা পুরসভার যুক্তি গ্রহণ করলে এর কার্যকরী অর্থ হবে মুসলিম পার্সোনাল ল-কে অগ্রাহ্য করা। আদালত পুরসভা কর্তৃপক্ষের ক্রিয়াকলাপের অসঙ্গতিকেও চিহ্নিত করেছে। এর আগে মরক্কোর এক মহিলার সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছিলেন আবেদনকারী ব্যক্তি। ১৯৯৮ সালের মহারাষ্ট্র রেগুলেশন অফ ম্যারেজ ব্যুরোস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সেই বিয়ে নিবন্ধন করা হয়েছে।