মিউচুয়াল ফান্ড SIP ক্যালকুলেটর: ১০ বছরে ১ কোটি টাকা কীভাবে জমাবেন?
1 মিনিটে পড়ুন Updated: 05 Mar 2022, 09:05 PM ISTকীভাবে, মাসিক কত টাকা বিনিয়োগ করলে ꩲএই টাকা জমানো সম্ভব?
কীভাবে, মাসিক কত টাকা বিনিয়োগ করলে ꩲএই টাকা জমানো সম্ভব?
প্রশ্ন : আমি একজন ৪০ বছর বয়সী বেতনভোগী পেশাদার। আমার ৬ বছরের মেয়ের উচ🐓্চ শিক্ষার জন্য বিনিয়োগ করার পরিকল্পনা করছি। ধরে রাখছি মেয়ের বিয়ে, উচ্চশিক্ষার খরচ, আমার অবসর ইত্যাদি মিলিয়ে অন্তত ১ কোটি টাকা সঞ্চয় প্🤪রয়োজন। আগামী ১০ বছরেই সেই টাকাটা জমিয়ে ফেলতে চাই। ঠিক কীভাবে বিনিয়োগ করলে সেটা সম্ভব, তা জানতে চাই।
ꦰসরাসরি শেয়ারে বিনিয়োগ করতে চাই না। তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ 💛আছে। সে বিষয়ে জানতে চাই।
-রবি উজ্জ্বল
এক্ষেত্রে মাসিক এসআইপি মোডে ইক্যুইটি মিউচুয়াল🍸 ফান্ড-ই সবচেয়ে উপযুক্ত বিনিয়োগের অপ⛦শন।
১০ বছরের এসআইপি-তে ২০ শতাংশ বার্ষ﷽িক স্টেপ-আপ বজায় রাখতে হবে। সেক্ষেত্রে ১২ শতাংশ বার্ষিক রিটার্ন ধরতে হবে। ২১,০০০ টাকা দিয়ে মাসিক এসআইপি শুরু করতে হবে।
আরও পড়ুন: Jio Recharge Plan: জিওর এই ২ টি রিচার্জ প্ল্যানের দামের ছ্যাঁকা! সঙ্গে রয়েছে বিশেষ 'চমক'ও
SIP ক্যালকুলেটরের চিত্র :
আরও পড়ুন : বেশ কিছু মডেলে ডিসকাউন্ট Maruti-র, সস্তায় গাড়ি কেনার সুযোগ
(উত্তর দিচ্ছেন কর ও বিনিয়োগ বিশেষজ্ঞ জীতেন্দ্র সোলাঙ্কি)