শনিবার ১৬৯ ভোটে গরিষ্ঠতা প্রমাণ করার পরে রবিবার কংগ্রেস বিধায়ক নানা পাটোলেকে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ পদে নির্বাচিত করল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাদি সরকার।পাশাপাশি, বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস।এ দিন সকাল ১০টার আগেই অধ্যক্ষ পদে দলীয় প্রার্থী কিষান কঠোরের নাম বিজেপি প্রত্যাহার করে নেওয়ার পরে এমভিএ প্রার্থীর ওই পদে নির্বাচিত হতে কোনও বাধা সৃষ্টি হয়নি। বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল বলেন, ‘শাসকদলের তরফ থেকে অনুরোধ পেয়ে আমরা অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে কিষান কঠোরের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মহারাষ্ট্রে এ যাবত চলে আসা রীতি অনুযায়ী বিধানসভা অধ্যক্ষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার চল নেই। এই কারণে আমরা কঠোরের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’এনসিপি নেতা ছগন ভূজবাল বলেন, ‘অতীতেও বিরোধীরা বিধানসভা অধ্যক্ষপদে মনোনয়নপত্র পূর্ণ করার পরে অন্যান্য বিধায়কদের অনুরোধ মেনে বিধানসভার মর্যাদা সুনিশ্চিত করতে তা প্রত্যাহার করে নিয়েছেন। সেই পরম্পরাই আমরা এ ক্ষেত্রে অনুসরণ করেছি।’এ দিন সকালে অধ্যক্ষ নির্বাচনের আগে বিধানসভায় বিজেপি দলনেতা দেবেন্দ্র ফডণবীসকে চা-পানের আমন্ত্রণ জানান প্রোটেম স্পিকার দিলীপ ওয়ালসে পাটিল। সেখানে তিনি ফডণবীসকে অধ্যক্ষ নির্বাচনের পরম্পরা মেনে চলার জন্য অনুরোধ জানান। এরপরেই ফডণবীস ও চন্দ্রকান্ত পাটিল বৈঠকে বসে বিধানসভা অধ্যক্ষ পদের দাবিদার হিসেবে কিষান কঠোরের নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন।নাগপুর জেলার সকোলি কেন্দ্র থেকে নাগাড়ে চার বার নির্বাচিত কংগ্রেস বিধায়ক নানা পাটোলেকে অধ্যক্ষ পদের জন্য শনিবারই মনোনীত করে এমভিএ। এ দিন অধ্যক্ষ হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার আগে পাটোলে জানান, ওই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের জন্য জোটের তরফে চেষ্টা করা হচ্ছে, যাতে মহারাষ্ট্রের সুস্থ গণতান্ত্রিক পরম্পরা অটুট থাকে।