শিয়রে মহারাষ্ট্র বিধানসভার ভোট। এই ভোটপর্ব ঘিরে স্বভাবতই সকলের নজর রয়েছে মারাঠা রাজনীতির দিকে। এদিকে, আজই বিজেপির বিরোধী শিবির, মহা বিকাশ আঘাড়ি প্রকাশ করেছে তাদের ইস্তাহার। সেখানে সার্ভিক্যাল ক্যানসারের মতো মারণ রোগের টিকা ৯ থেকে ১৬ বছরের মেয়েদের জন্য বিনামূল্যে করা সহ একাধিক প্রতিশ্রুতি রয়েছে। প্রতিশ্রুতি রয়েছে গ্যাস সিলিন্ডার নিয়ে, রয়েছে চাকরি থেকে বিদ্যুৎ সংযোগের বিলে স্বস্তি এনে দিতে একাধিক প্রতিশ্রুতি। দেখা যাক, মহা- বিকাশ -আঘাড়ির ইস্তা🦂হার।
এদিন মুম্বইতে মহাবিকাশ আঘাড়ির ইস্তাহার পেশ করেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁদের ইস্তাহারে যে সমস্ত বিষয়গুলি রয়েছে, তা হল- সরকারে আসার ১০০ দিনের মধ্যে তারা মহারাষ্ট্রের সরকারি কর্মীর পদে ২.৫ লাখ চাকরি দেবে। বছরে ৬ টি রান্নার গ্যাস প্রতিটির দাম ৫০০ টাকা করে নেওযার সুযোগ তাদের সরকার গড়বে। এছাড়াও পিরিয়ডের সময় মহিলা কর্মীদের ২ টি অপশনাল ছুটি তারা নিশ্চত করবে, যে সমস্ত কন্যারা ১৮ বছর বয়সে পৌঁছাবে তাদের ১ লাখ টাকা করে দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও ৯ থেকে ১🦩৬ বছরের মেয়েদের জন্য বিনামূল্যে সার্ভিক্যাল ক্যানসারের টিকা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও ৩০০ ইউনিট বিদ্যুৎ খরচ হলে ১০০ ইউনিটের দামে ছাড়েরও ঘোষণা হয়েছে। এছাড়াও প্রতি মাসে দরিদ্র মহিলাদের জন্য ৩০০০ টাকা দেবে সরকা🔜র, ৩ লাখ কৃষকের ঋণ মুকুবের ঘোষণা হয়েছে, যাঁরা বেকার, তাঁরা প্রতি মাসে ৪০০০ টাকা পাবেন সরকারের কাছ থেকে, এছাড়াও স্বাস্থ্য বীমা নিয়েও হয়েছে বড় ঘোষণা। তাছাড়াও জাতি ভিত্তিক জনগণনার পক্ষে সওয়াল করেছে মহা বিকাশ আঘাড়ি। এই সব প্রতিশ্রুতি রয়েছে তাদের ইস্তাহারে।
( French Army interested in Pinaka rocket system: ভারতের পিনাকা রকেট সিস্টেমে আগ্রহী ফরাস꧙ী সেনা, চলছে মূল্যায়ন)
( Pro Khalistani Arsh Dalla Arrested: শুটআউটের পরই কানাডায় গ্𝐆রেফতার নিজ্জর ঘনিষ্ঠ খলিস্তানপন্থী আর্শ ডাল্লা, কে ꧂সে?)
মহিলা ভোটারদের আরও আক🎀ৃষ্ট করতে মল্লাকার্জুন খাড়গে, উদ্ধব ঠাকরেদের জোট ‘নির্ভয়া মাহারাষ্ট্র’ প্রকল্পের কথা ঘোষণা করেছে। এই প্রকল্প তারা মহিলা নিরাপত্তার দিকে তাকিয়ে ভাবছে বলে জানানো হয়েছে। যুব ভোটারদের আকৃষ্ট করার জন্য, এটি বেকারদের জন্য ৪০০০ টাকা ভাতা এবং যুব কল্যাণের জন্য একটি যুব কমিশনের প্রতিশ্রুতি দিয়েছে। মহারাষ্ট্রে সিভিল সার্ভিস পরীক্ষা স্থগিত করা নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে