𒉰ꦦ খলিস্তান পন্থী জঙ্গি হিসাবে পরিচিত আর্শ ডালাকে রবিবার গ্রেফতার করল কানাডা। জানা গিয়েছে, এই আর্শ ডাল্লা বা অর্শদীপ ডাল্লা কানাডায় মৃত হরদীপ সিং নিজ্জরের ঘনিষ্ঠ ছিল। এক গুলি যুদ্ধের প্রেক্ষিতে কানাডার হ্যালটন রিজিওনাল পুলিশ সার্ভিসের তরফে আর্শ ডাল্লাকে গ্রেফতার করা হয়।
সংবাদ সংস্থা পিটিআই দাবি করেছে, কানাডা পুলিশ গ্রেফতার করেছে আর্শ ডাল্লাকে। গত ২৭ ও ২৮ অক্টোবর কানাডার বুকে এক শুট আউট চলে। সেই গুলির যুদ্ধের জেরে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে একজন হাসপাতালে বেশ কিছুক্ষণ ভর্তি ছিল, আরেকজনকে তাড়াতাড়ি ছাড়ে হাসপাতাল। মনে করা হচ্ছে, যে দুজনকে কান🌊াডার পুলিশ ওই ঘটনার পর গ্রেফܫতার করেছে, তাদের মধ্যে একজন আর্শ ডাল্লা। জানা গিয়েছে, কানাডার মিল্টন টাউনে এই গুলির যুদ্ধ হয়েছে। প্রশ্ন উঠতেই পারে কে এই আর্শ ডাল্লা? প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যে, এই আর্শ ডাল্লার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল খলিস্তানপন্থী হরদীপ সিং নিজ্জরের।
কে এই আর্শ ডাল্লা?
আর্শদীপ বা আর্শ ডাল্লার জন্ম লুধিয়ানায়। পঞ্জাবের লুধিয়ানায় বেড়ে ওঠে আর্শদীপ সিং গিল বা আর্শ ডাল্লা। ভারত সরকারের নথিতে স𝔉ে একজন খলিস্তানি জঙ্গি হিসাবে পরিচিত। ২০২৩ সালে তাকে জঙ্গি তকমা দিয়েছে ভারত। ডাল্লার সঙ্গে খলিস্তান টাইগার ফোর্সের যোগ রয়েছে বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। একাধিক তোলাবাজি, খুনে অভিযুক্ত রয়েছে ডাল্লা। তার নাম জড়িয়ে রেয়েছে টার্গেটেড হত্যাকাণ্ডেও। এছাড়াও সন্ত্রাসবাদে আর্থিক মদতেও নাম রয়েছে ডাল্লার। সীমান্তে অস্ত্র ও মাদক পাচার🐽েও নাম রয়েছে আর্শ ডাল্লার। আর্শ ডাল্লার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগের তদন্তে রয়েছে এনআইএ। তার বিরুদ্ধে সাম্প্রদায়িত সম্প্রীতি ভাঙারও অভিযোগ রয়েছে। এছাড়াও পঞ্জাবে আতঙ্ক ছড়ানোর অভিযোগে অভিযুক্ত ডাল্লা।
এদিকে, রবি🐻বারই পঞ্জাব পুলিশ আর্শ ডাল্লার দুই ঘনিষ্ঠ শাগরেদকে পাকড়াও করেছে। তাদের বিরুদ্ধ♐ে শিখ সমাজসেবী গুরপ্রীত হরি নাউকে হত্যার অভিযোগ রয়েছে। এই খুন পঞ্জাবের ফরিদকোটে চলেছে। এছাড়াও মধ্যপ্রদেশের সদ্য জসওয়ান্ত সিং গিল নামের এক ব্যক্তির হত্যাতেও কানাডায় কারোর থেকে নির্দেশের যোগ সূত্র মিলছে বলে খবর।
এদিকে, আর্শদীপের গ্রেফতারি নিয়ে ভারতের সঙ্গে কানাডার যোগাযোগ জারি রয়েছে। প্রসঙ্গত, এই খলিস্তানি ইস্যুতেই দুই দেশের সম্পর্ক কানাডার ট্রুডোর অ💟ভিযোগ ঘিরে তলানিতে ঠেকে।