এখন🗹 আর পশ্চিমবঙ্গের রাজ্যপাল নেই। ভারতের উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার⛄ চেয়ারম্যান তিনি। তারইমধ্যে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েনের মন্তব্যের প্রেক্ষিতে যে প্রতিক্রিয়া দিলেন ধনখড়, তাতে হেসে উঠল রাজ্যসভা।
সোমবার সংসদের শীতকালীন অধিবে💎শনের সময় রাজ্যসভায় কেন্দ্রের বিল প্রসঙ্গে কথা বলছিলেন তৃণমূল সাংসদ ডেরেক। তারইমধ্যে তিনি বলে ওঠেন, ‘আমার ভালোবাসার রাজ্য বাংলা।’ সেই মন্তব্যের পর ডেরেক কিছু বলার আগেই রাজ্যসভার চেয়ারম্যান ধনখড় বলেন, ‘আমাদের ভালোবাসার রাজ্য বাংলা।’ যা শু🦄নে হেসে ওঠেন রাজ্যসভার সাংসদরা।
এমনিতে অতীতে ধনখড়কে একাধিকবার আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক। ২০২০ সালের ডিসেম্বরে তিনি বলেছিলেন, 'সাধারণত আপনাকে পাত্তা দিই না। কিন্তু এবার আপনি সীমারেখা অতিক্রম করেছেন। অনেক হয়েছে। প্রভুর কণ্ঠস্বর ছাড়া আপনি কিছু নন। আপনি যে পদে আছেন, সেই পদকে অসম্মান করছ🦄েন। নিজের রাজনৈতিক প্রভুদের লক্ষ্যপূরণের জন্য কোনওরকম ভিত্তি ছাড়াই আপনি বাংলার সমালোচনা করছেন এবং উলটো-পালটা কথা বলছেন। বাংলার আথিয়েথতা উপভোগ করার মধ্যেই আপনি সেই কাজ করছেন। লজ্জা হওয়া উচিত।'
সেইসময় রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। টুইটারে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল অভিযোগ করেছিলেন, রাজনৈত🍌িকভাবে পুলিশি কাজকর্ম চালানো হচ্ছে। সেইসঙ্গে সরাসরি সুরজিৎ কর পুরকায়স্থের নামও করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল। যিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিজের কার্যকালে প্রায়🌊 প্রতিদিনই মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতেন। সেই প্রেক্ষিতেই ধনখড়কে আক্রমণ শানিয়েছিলেন রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক।