‘বিচার বিভাগ বনাম সরকার’-এর বিতর্ক অন্ত নেই। এরই মাঝে এবার এই বিতর্কের আগুনে ঘি ঢাললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। গত শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে উপরাষ্ট্রপতি বলেন, ‘ভারতের মতো বিশ্বের কোথাও সাংবিধানিক বিধান বাতিল করে না আদালত।’ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করা ধনখড় বলেন, ‘২০১৫-১৬ সালে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়া এক সাংবিধানিক সংশোধনকে খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। অন্য কোনও গণতন্ত্রে এমনটা ঘট🍌ে না।’ এই আবহে সংসদে আইন পাশ হওয়ার পর কেন সেটিকে সুপ্রিম কোর্ট ‘অসাংবিধানিক’ ঘোষণা করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপরাষ্ট্রপতি।
কলেজিয়া♑ম পদ্ধতিতে বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংশোধনী আইন পাশ হয়েছিল সংসদে। সেই ঘটনাটিকে ‘গুরুতর’ আখ্যা দেন ধনখড়। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের উপস্থিতিতেই এই বিষয়ে ধনখড় বলেন, ‘সংবিধানের কোথাও বলা হয়নি, সংসদে পাশ করা কোনও আইন বাতিল করা যেতে পারে। তাই আমি এখানে উপস্থিত সবাইকে আবেদন করছি, যাতে উচ্চ মানের বিচার ব্যবস্থা, চিন্তাশীল ও বুদ্ধিদীপ্ত মনন গঠন করা হয়।’ ধনখড়ের প্রশ্ন, ‘দয়া করে বিশ্বের একটি সমান্তরাল বিচার ব্যবস্থা খুঁজে 💟বের করুন, যেখানে সাংবিধানিক বিধান বাতিল করা হয়ে থাকে।’
প্রসঙ্গত, ২০১৫ সালে নরেন্দ্র মোদীর সরকার সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি নিয়োগে কলেজিয়াম ব্যবস্থায় বদল 💃এনেছিল। পরে সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। এই আবহে কলেজিয়াম পদ্ধতিই বহাল রাখা হয়েছিল। এই আবহে সাম্প্রতিককালে বিচারপতি নিয়োগের প্রক্রিয়া নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। এই পরিস্থিতিতে এবার এই বিতর্কে যোগ দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।