মায়ানমারের ভূমিকম্পে মৃত্যুমিছিল জারি আছে। এই আবহে এই কম্পনের জেরে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজারের গণ্ডি। মৃতদের মধ্যে একটা বড় অংশ মুসলিম বলে জানা যাচ্ছে। মায়ানমারের সংবাদমাধ্যম 'দ্য ইরাবতী'র রিপোর্টে দাবি করা হয়েছে, সেই দেশে প্রায় ৬০টি মসজিদ ভেঙে পড়েছে এই ভূমিকম্পের জেরে। আর রমজান মাসের জুম্মার নমাজ চলাকালীন এই ভূমিকম্প হওয়ায় অনেকেই সেই সময় মসজিদে ছিলেন। এই আবহে বিধ্বংসী এই ভূমিকম্পে অন্ততপক্ষে ৭০০ জন মুসলিমের মৃত্যু হয়ে থাকতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। (আরও পড়ুন: ভগবানের মূর্তি ভাঙতে নাকি এসেছিল ২ BJP কর্♊মী, বিস্ফোরক অভিয🦂োগ তৃণমূল নেতার)
আরও পড়ুন: এপ্রিলের শুরুতে কমল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম, জা💞নুন কলকাতায় LPG-র রেট
এদিকে মায়ানমারের জুন্তার তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২০৫৬টি মৃতদেহ উদ্ধার ক🔯রা সম্ভব হয়েছে। এখনও আরও ২৭০ জন নিখোঁজ রয়েছেন। এই আবহে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং 'প্রাণহানি ও ক্ষয়ক্ষতির প্রতি সহানুভূতি' জানিয়ে ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইরাবতীর রিপোর্টে দাবি করা হয়েছে, শুধুমাত্র মন্দালয় এলাকাতেই ১৮টি মসজিদ ভেঙে পড়েছে। এর মধ্যে অধিকাংশই নাকি ১৯ শতকে তৈরি। তবে বিগত বেশ কিছু সরকারের আমলে সেই সব মসজিদে রক্ষণাবেক্ষণ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এহেন পরিস্থিতিতে এমনিতেই দুর্বল হয়ে ছিল এই সব মসজিদের কাঠামো।
আরও পড়ুন: বিমসটেক বৈঠক𓆉 নিয়ে ঝুলিয়ে রেখেই ৬ দিনে ইউꦛনুসকে দ্বিতীয় চিঠি মোদীর, এবার বার্তা...
এদিকে জুন্তার তরফ থেকে বলা হয়েছে, ভূমিকম্পে ১৫৯১টি বাড়ি, ৬৭০টি বৌদ্ধ মঠ, ৬০টি স্কুল, তিনটি সেতু, ২৯০টি প্যাগোডা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভূমিকম্পে। তবে জুন্তার রিপোর্টে মসজিদ নিয়ে কোনও উল্লেখ ছিল না। এদিকে একাধিক মসজিদে নাকি ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ বের করতে দেরি করেছে সামরিক জুন্তা বাহিনী। (আরও পড়ুন: 'বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার সেলিব্রেট করা হ🐟য় সীমান্তবর্তী কিছু জেলায়')
এদিকে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বহু ꩵসদস্য মায়ানমারে ধ্বংসস্তূর সরানোর কাজে নিযুক্ত হয়েছেন। এই আবহে সোমবার এনডিআরএফ কর্মীরা অন্তত ৯ জনের মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে পাঁচটি দেহ মিলেছে ইউ হ্লা থিয়েন বৌদ্ধ মঠ থেকে। আশঙ্কা করা হচ্ছে, মন্দালয়ে অবস্থিত এই মঠে ১৭০ জন বৌদ্ধ সন্ন্যাসী চাপা পড়ে গিয়ে থাকতে পারেন। জানা গিয়েছে, সব🌳 মিলিয়ে ভারতের এনডিআরএফ কর্মীরা ১৩টি স্থানে উদ্ধারকাজ চালাচ্ছেন। এদিকে সোমবার মন্দালয়ের একটি ভেঙে পড়া বিল্ডিংয়ের ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একটি ছোট্ট মেয়ে এবং এক গর্ভবতী মহিলাও আছেন।