দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে যে সুর বেঁধে দিয়েছিলেন, মঙ্গলবার ৭৭ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে সেটাই আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টির সঙ্গে অ♌বহিত তিন আধিকারিক জানিয়েছেন, ‘উন্নত ভারত’-র ভিত্তিপ্রস্তর তৈরির ক্ষেত্রে তাঁর সরকার কী কী ভূমিকা পালন করেছে, তা প্রধানমন্ত্রী হিসেবে নিজের দ্বিতীয় দফার শেষ স্বাধীনতা দিবসের ভাষণে তুলে ধরতে পারেন। তাঁর শাসনকালে ভারত কীভাবে উন্নতির পথে এগিয়ে গিয়েছে, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে, তা বিশদে ব্যাখ্যা করতে পারেন। সেইসঙ্গে ২০৪৭ সালে𒆙র মধ্যে ভারতকে কীভাবে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা যাবে এবং ‘অমৃত কাল’-এ কোন পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটার ব্লু-প্রিন্ট পেশ করতে পারেন মোদী।
ওই আধিকারিকরা জানিয়েছেন, আগামী ২৫ বছরে ভারত কোন পথে এগিয়ে যাবে, কোন নীতি অনুসরণ করবে, সে বিষয়ে বিস্তারিতভাবে মুখ খুলতে পারেন মোদী। সংশ্লিষ্ট মহলের মতে, আগামী বছর লোকসভা ভোটের আগে দেশ𓄧ের বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর এটাই সেরা সুযোগ। তাই বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাঁর নিজের সরকারের রিপোর্ট কার্ড পেশ করতে পারেন মোদী। বিশেষত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (কৃষকদের জন্য), মহিলাদের ক্ষমতায়ন, আত্মনির্ভর ভারত, প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি, আয়ুষ্মান ভারত, জনধন অ্যাকাউন্ট, সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা প্রদান (দুর্নীতির বিরুদ্ধে বার্তা), করোনাভাইরাস টিকার, প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা, বিশ্বের দরবারে ভারতের গুরুত্ব বৃদ্ধি, স্টার্ট-আপের মতো বিষয়গুলি উঠে আসতে পারে মোদীর ভাষণে।
আরও পড়ুন: Independence Day 2023: জাতীয় পতাকা তুলবেন? তাহলে 🔜কী কী করবেন আর কী কী করবেন না, সেটা আগে জেনে নিন