প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জামনগরে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাথ এবং𓆏 বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান ডঃ টেড্রোস ঘেব্রিয়েসাসের উপস্থিতিতে ‘WHO গ্লোবাল সেন্টার ফর ট্রেডিশনাল মেডিসিন’-এর ভিত্তপ্রস্তর স্থাপন করেন। বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী ওষুধের জন্য প্রথম এবং একমাত্র গ্লোবাল কেন্দ্র হতে চলেছে জামনগরের এই কেন্দ্রটি। বিশ্বব্যাপী সুস্থতার উপায় খুঁজতে একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে এটিকে। এদিন অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, ‘গোটা বিশ্ব ভারতে আসবে এবং ভারত ঐতিহ্যবাহী ওষুধের মাধ্যমে গোটা বিশ্বের কাছে পৌঁছে যাবে।’ এদিকে প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, ‘সমগ্র মানবতার সেবা করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে অংশীদারিত্বকে ভারত একটি বিশাল দায়িত্ব হিসেবে গ্রহণ করছে।’
এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন আগামী ২৫ বছরে ভারতেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚর প্রতিটি পরিবার পারম্পরিক ওষুধের উপর নির্ভর করবে। মঙ্গলবার মঞ্চে উঠেই গুজরাতি ভাষায় সকলকে সম্বোধন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। বলেন, ‘কেমছো.. মাজামা?’ যা শুনে উচ্ছ্বসিত হন প্রধানমন্ত্রী মোদীও। নির্মাণ হতে চলা কেন্দ্রটি প্রসঙ্গে ঘেব্রিয়েসাস মন্তব্য করেন, ‘এটি সত্যিই একটি আন্তর্জাতিক প্রকল্প… এর অর্থ হল ভারত বিশ্বের কাছে পৌঁছবে, অন্য দিকে সমগ্র বিশ্বও ভারতে আসবে।’
আরও পড়ুন : চারদিনে তৃতীয়বার ১০ জনপথে PK, কং𒆙গ্রেস যোগের জল্পনার মাঝে ভোটকুশলীকে খোঁচা তৃণমূলের
এদিকে মোদী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথাগত ওষুধের এই কেন্দ্রের সাথে একটি নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছে, যা ভারতের সম্ভাবনা এবং অবদানকে সম্মান করে। ভারত এটিকে একটি বিশাল দায়িত্ব হিসেবে গ্রহণ করছে এবং বিশ্বের মানুষকে উন্নত চিকিৎসা সম🐻াধান দিতে সাহায্য করবে। এ♉টি স্বাধীনতার অমৃত মহৎসবের অংশ।’