কয়েক দশক আগেকার ন্যাশনাল জিওগ্রাফিকের সেই বিখ্যাত ছবিটা মনে আছে? এক অদ্ভুত সুন্দর দৃষ্টিতে তাকিয়ে থাকা, সবুজ চোখের এক আফগান মেয়ের ছবি। এই ছবির জেরে রাতারাতি গোটা বিশ্বের মানুষ চিনে গিয়েছিল শরবত গুলা নামের ওই আফগান উদ্বাস্তুকে। বর্তমানে কোথায় আছেন ‘আফগান গার্ল’?'আফগান নাগরিক শরবত গুলা এখন রোমে এসেছেন,' ইতালি সরকারের এক বিবৃতিতে এমনটাই জানা গিয়েছে। একটি ছবিই যে কতটা প্রভাবশালী, কতটা অর্থবহ হতে পারে, তাই যেন আরও একবার প্রমাণিত হল। আফগানিস্তানে কাজ করা স্বেচ্ছাসেবক সংস্থাগুলির অনুরোধে সাড়া দেয় রোম। তাদেরই উদ্যোগে শরবতকে আফগান নিয়ন্ত্রিত এলাকা থেকে বের হতে সাহায্য করা হয়।বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আফগান উদবাস্তু বলা হয় শরবত গুলাকে। ১৯৮০-র দশকে পাকিস্তানের একটি ক্যাম্পে তাঁর ছবি তোলেন মার্কিন ফটোগ্রাফার স্টিভ ম্যাককারি। ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রচ্ছদে প্রকাশিত হয় সেই ছবি। তারপরেই গোটা বিশ্ব চিনে যায় ওই সবুজ চোখের মেয়েকে। স্টিভকে দেওয়া সাক্ষাত্কারে গুলা বলেছিলেন, তিনি প্রথমে পাকিস্তানে এসেছিলেন একজন অনাথ হিসাবে। ১৯৭৯ সালের সোভিয়েত আক্রমণের প্রায় ৪-৫ বছর পরে লক্ষাধিক আফগান পাকিস্তান সীমান্তে আশ্রয় নেন। তাঁর মধ্যে ছিলেন শরবতও। ২০১৬ সালে ভুয়ো পরিচয়পত্রে পাকিস্তানে বসবাস করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছিল। সেপ্টেম্বরের শুরুতে রোম জানায়, অগস্টে তালিবান ক্ষমতা দখলের পর তাঁরা আফগানিস্তান থেকে প্রায় ৫,০০০ আফগানকে সরিয়ে নিয়েছে। এই তালিকাতেই ছিল শরবতের নাম।