জন্মদিনের পার্টি শেষে খাবার দিতে অস্বীকার করায় একটি পরিবারের চারজনকে ছুরি দিয়ে আঘাত করল প্রতিবেশী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দিল্লির ভারতবিহার এলাকায়। প্রতিবেশীর ছুরির আঘাতে আহত হয়েছেন মালতি দেবী নামে এক মহিলা এবং তার দুই মেয়ে ও এক ছেলে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনায় অভিযুক্💧ত প্রতিবেশী ভিকিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, গত মঙ্গলবার ওই পরিবারের পুষ্প নামে পাঁচ বছরের এক শিশুর জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষ্যে বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল। পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীদের সেই পার্টিতে আমন্ত্রণ করা হয়েছিল। অভিযোগ, পার্টি শেষ হওয়ার পর মধ্যরাতে তাদের বাড়িতে আসে ভিকি। সেই সময় সে মদ্যপ অবস্থায় ছিল। ভিকি খাবার চাইলে তা দিতে অস্বীকার করে ওই পরিবার। ওই পরিবারের তরফে ভিকিকে জানানো হয় পা༒র্টি শেষ হয়ে গিয়েছে তাই আর খাবার দেওয়া হবে না। তখন পরিবারের সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ভিকি। এরপরেই ছুরি বের করಞে প্রথমে সে মালতী দেবীকে আঘাত করে। তার দুই মেয়ে আটকাতে গেলে তাদেরকে ছুরি দিয়ে আঘাত করে এবং পুষ্পও আহত হয় বলে অভিযোগ।
তাদের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারা ভিকিকে ধরে ফেলেন এবং মারধর করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলি༒শ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, বয়সী ভিকি আবর্জনা সংগ্রহকারী হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। তার বিচার বিভাগীয় হেফাজতের ন﷽ির্দেশ দিয়েছে আদালত।