এক বছরের মধ্যেই নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নিল নেপাল। নোট ছাপানো নিয়ে ভারতের সঙ্গে নেপালের বিরোধ বাঁধতে পারে। কারণ জানা গিয়েছে, নতুন নোটগুলোতে এমন কয়েকটি বিতর্কিত এলাকা অন্তর্ভুক্ত করা হবে, যেগুলি ভারতের অংশ। আবার নেপালও উল্টে ওই এলাকাগুলোকে তার নিজ✃ের বলে দাবি করে। এখন দেখার বিষয়, নেপালে নতুন নোটে ওই বিতর্কিত এলাকাগুলোর ছবি দেওয়া হলে, ভারতের প্রতিক্রিয়া কী হবে।
নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, ছয় মাস থেকে এক বছরের মধ্যে সে 💎দেশের মানচিত্র সংশোধন করা হবে। এরই পাশাপাশি নতুন নোটও ছাপানো হবে। কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা, এই তিন এলাকা নিয়ে ভারতের সঙ্গে আগাগোড়াই নেপাল বিরোধ করে এসেছে। এই এলাকাগুলোও নতুন নোটে অন্তর্ভুক্ত করা হবে। নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের যুগ্ম মুখপাত্র দিল্লিরাম পোখারেল তরফে আরও জানা গিয়েছে যে নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক ইতিমধ্যেই নতুন মানচিত্রের সঙ্গে ব্যাঙ্ক নোট ছাপানোর কাজ শুরু করেছে।
প্রসঙ্গত, ২০২০ সালের মে মাসে, কে পি শর্মা ওলি নেপালের প্রধানমন্ত্রী থাকাকালীন, দেশটি একটি নতুন মানচিত্র প্রবর্তন করেছিল। যেখানে লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরাকে তার অঞ্চলের অংশ হিসাবে দেখানো হয়। নেপালের পার্লামেন্ট এই ম✨ানচিত্রটি অনুমোদনও করেছিল। পুরনোটিকে সরিয়ে সরকারি নথিতে জায়গা করে নিয়েছিল নতুন মানচিত্রটি। অথচ ভারত বারবার অসম্মতি জানিয়ে স্পষ্ট করেছে যে লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা ভারতীয় ভূখণ্ডেই অবস্থিত।
🌃উল্লেখ্য, নেপাল পাঁচটি ভারতীয় রাজ্য, সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের সঙ্গে ১,৮৫০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্๊ত ভাগ করে।
আরও পড়ুন: (Sandip Ghosh Latest Update: হল শুনানি, সুপ্রিম কোর্ট☂ে ধাক্কা খেলেন আরজি কর দুর্নী🃏তিতে ধৃত সন্দীপ ঘোষ)
কী করবে ভারত
নেপাল যদি বিতর্কিত এলাকাগুলো🤪, নতুন নোটে ছাপিয়ে দেয়, তাহলে নেপাল এটা কূটনৈতিক জয় হিসেবে দেখবে। ভারত কী করে, সেদিকেই থাকবে নজর। নেপাল বন্ধু রাষ্ট্র, তাই ভারত খুব শক্ত কোনও পদকꦦ্ষেপ