পাকিস্তানের করাচির চর্চার বিষয় এখন একটাই। একটি ছোট্ট ছাগল। কীভাবে? আসলে ছাগলি ছোট হলেও তার একটি অঙ্গ অস্বাভাবিক রকমের বড়।ছোট্ট ছাগলটির কান দুটি নজর কাড়ছে সকলের। কেন? কারণ কানের সাইজ প্রায় ১৯ ইঞ্চি। শুধুমাত্র পাকিস্তান নয়, গোটা বিশ্বেই এমন ঘটনা বিরল।তার ‘স্বীকৃতি’ও মিলেছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে ছাগলটির। অবশ্য ছাগল বলে কী তার নাম থাকবে না? ওর নাম 'সিম্বা'। সিংহের নামেই নামকরণ হয়েছে লম্বকর্ণ ছাগলের।বিশেষজ্ঞদের মতে, কোনও জিন মিউটেশনের ফলস্বরূপ এমনটা হয়েছে। মাত্র দিন কুড়ির ছাগলটির কান তার শরীরের তুলনায় কয়েক গুণ বেশি। হাঁটার সময়ে মাটিতে ঘষতে ঘষতে যায় তার কান দু'টি।যদিও লম্বা কান, সেলফি তুলতে আসা ভিড় নিয়ে বিশেষ চিন্তিত নয় সিম্বা। দিব্যি আছে সে। কানের জন্য কোনও সমস্যাই হচ্ছে না। সিম্বা যে জাতের ছাগল, তাদের সাধারণত কান বড়ই হয়। তবে এতটা বড় একেবারেই নয়। আর সেই কারণেই সিম্বাকে দেখতে ভিড় জমাচ্ছেন করাচিবাসীর একাংশ। অনেকে তাকে কেনার জন্য মোটা টাকার দরও হাঁকছেন।